তখন তাকে চিনতে পারি নি তো
সে ছিল এক অদ্ভুতুরে দ্বীপ
আমার দৃষ্টি মাঝদরিয়ায় একা
বৃষ্টি আমায় টানে পেছন দিক।
#
হঠাত আসা অসময়ের ফোনে
অসম্ভবের নির্দেশিকা শুধু
মায়ের প্রশ্ন “ কে ফোন করল এখন? “
দাদার ব্যঙ্গ কুজ্ঝটিকা টোনে।
#
তখন তাকে চিনব কেমন করে?
সে দ্বীপ হঠাত জাগে হঠাত ডোবে।
গুগল ম্যাপও অনিশ্চয়ে ভোগে
তার অস্তিত্ব কোন দ্রাঘিমায় ছোঁবে?
#
আজকে সে দ্বীপ দৃশ্য ভেদে ছায়া
কে ছিল সে ? রক্ষ? যক্ষ? মায়া?
আজও তাকে চিনতে পারি নি ঠিক
লালকমল না নীলকমল সে কে? কী?
#
মেঘমল্লার পেছন দিকে ঝরে
দৃষ্টি দেখে কুয়াশাময় অতীত
আজকে একা কাজল পরা রাতে
ভেসে আসছে মূর্ছনা- সঙ্গীত
#
মদির উষ্ণ তরঙ্গময় গীত
কেটে যাচ্ছে একলা রাতের শীত।

দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত পাড়ায় একান্নবর্তী পরিবারে জন্ম ও বড় হয়ে ওঠা। বিজ্ঞানের ছাত্রী হলেও সাহিত্যে আগ্রহ অতি অল্প বয়স থেকে।দায়িত্বপূর্ণ পদে চাকরি। নয়ের দশকের দ্বিতীয়ার্ধ থেকে কবিতাকে পাকাপাকি ভাবে আপন করে নেওয়া। তৃতীয় কাব্যগ্রন্থ “এক-দুপুর ভ্রমণ ” এর জন্য কৃত্তিবাস পুরস্কার প্রাপ্তি। কবিতার পাশাপাশি গল্প ও মুক্ত গদ্যও প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠিত পত্র পত্রিকায়। এই বছর প্রকাশিত হয়েছে প্রথম গল্প সংকলন।