আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
চলতি আইপিএলে প্রথমবার হারের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস। এর আগে পরপর তিনটি ম্যাচ তারা জিতেছে।
বুধবার চেন্নাইকে ৩৭ রানে হারিয়ে, আইপিএলের প্রথম টিম হিসেবে ১০০ ম্যাচ (এর মধ্যে একটি সুপার ওভার) জিতল মুম্বই ইন্ডিয়ানস। পরেই রয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে এখনও পর্যন্ত ৯৩টি জয় রয়েছে চেন্নাইয়ের।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭০/৫ তোলে মুম্বই। জবাবে ৮ উইকেচ হারিয়ে ১৩৩-এর বেশি তুলতে পারেনি চেন্নাই। মুম্বইয়ের সূর্যকুমার যাদব সর্বোচ্চ ৫৯ রান করেছেন। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৫৮ রান কেদার যাদবের।