গত সপ্তাহের পরে…
৭
পুনম রাজ্যের রোমহর্ষক খবর যোগাড় করে আনে রোজ ।ওর মনে হয় ওরা মেয়েরা মানে বউয়েরা ভারি বঞ্চিত ।
বরেরা কেমন কাজের জন্যে সক্কাল সক্কাল সেজে গুজে বউয়ের হাতের ভালো মন্দ রান্না খেয়ে চকচকে আলোর
মধ্যে রাস্তায় বেরিয়ে পড়ে টাটা করে দিয়ে ।
আহা রাস্তা ! কত রকম লোক । কত রকম জামাকাপড় সাজগোজ , কত কত গলার রকমারি আওয়াজ , কথা
বলার ভঙ্গী ।
এ সবই শুধু কেজো পুরুষ মানুষদের জন্যে ?
কি অন্যায় , কি অন্যায় !
ঘোর ষড়যন্ত্র !
তার প্রানসখী , প্রানের পারো , অনেক বোঝায় পুনমকে ।
“ওরে , কেউ আরাম করতে বেরোয় না । কি যুদ্ধ করে পয়সা রোজগার করে বাড়ির লোক , তবে তো আমরা
আল্লাদের সংগে ঘর গোছাই , সখের রান্নার রেসিপি ট্রাই করি ।
এই ধুলো রোদ ভীড়ের মধ্যে গুঁতোগুঁতি থেকে কত কষ্ট করে ওরা আড়ালে রাখে আমাদের । “
কে শোনে কার কথা । পুনম সর্দারনি পঞ্জাবন হররোজ গাল ফোলায় ।
“ধুর ধুর , আমরা কি খাঁচায় পুষে রাখা চিড়িয়া ? দানাপানি খেয়ে সেফ কুঠরিতে বসে থাকি ? উফফ । পারো , কি
করে এমন মিঠী মিঠী বাত করিস ?
না না , আমি ঝাঁসির রানির মত লড়তে চাই , পুনেওয়ালি মস্তানির মত ঘোড়া ছুটিয়ে চলে যেতে চাই —-“
আরও অনেক চাইইই বলা ডায়ালগদের পারমিতা তাড়াতাড়ি ঘিয়ের গন্ধ ভরপুর লাড্ডু , ঝুরি ভাজা আর আহহ গন্ধের
দার্জিলিং চায়ের সুন্দর কাপ এনে বন্ধ করে ।
তারপর আদ্ধেক দুপুর গড়িয়ে হ্যা হ্যা করে দুই বন্ধু ।
পারমিতা আর পুনম ।
৮
পুনম সেদিন ইংরেজি খবরের কাগজখানা পাকিয়ে নিয়ে ডান হাতে উঁচু করে নাড়াতে নাড়াতে পারমিতাদের ঘরে
এসে ঢুকলো ।
“ কি রে , অলিম্পিকের মশাল নিয়ে দৌড়াবি ? প্র্যাকটিস করছিস ? “
রান্নাঘর থেকে উঁকি মেরে ওকে দেখেই পারমিতার মন্তব্য ।
“ দেখ ভোলি , দেখ । পিঞ্জরে সে উড়নে কি রাস্তা । “
“ শিক কাটবি ? কি কিনছিস , হ্যাক স ‘ ?”
“ উফ ! পারো ! “
টানতে টানতে পারমিতাকে বসার ঘরে নিয়ে এসেছিল পুনম । ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দিয়ে বলল , “ দেখ দেখ
ভাই । তোর ত অনেক অকল আছে খোপ্ড়িতে । দেখ না ।
লন্ডনে চোর পাকড়াতে ইন্টারপোল নাজেহাল বলছে । বলছে ওয়েস্ট বেঙ্গল থেকে চোরি গেছে , সব কান্ট্রির
ডিটেকটিভ পিছে পিছে গিয়েও পায়নি । “
গায়ে জড়ানো কলমকারির নরম দুপাট্টায় মুখের ঘাম মুছতে মুছতে পারমিতা বলে , “ তা আমরা কি করব চোরের
পিছনে ঘোড়া ছোটাবো মাস্তানি ইস্টাইল ? দাঁড়া বিশাল ভাইয়াকে বলি এক খান ঘোড়া কিনতে । বড়সড় ঘোড়া
লাগবে রে । বপুখানা যা বানিয়েছ ।
আমি পিছন থেকে চোঙা নিয়ে কমেন্ট্রি দেব , হ্যাঁ ?
হেই চললেন পুনমজি । ঘোড়া ছুটছে তেজ । ওড়না উড়ছে পত পত করে হাওয়ায় ।
ব্যাটা চোর পালাবি কোথায় — “
ছল ছল চোখে উঠে পুনম চলে যাচ্ছে দেখে অবাক হয়েছিল পারমিতা ।
তাড়াতাড়ি ওকে আদর করে টেনে এনে বসিয়েছিল ঘরে ।
সেই থেকেই জলপিপি প্রাইভেট লিমিটেড , একটি অনুসন্ধান সংস্থা ।
ওদের অনুসন্ধান চলছে ।
পরের সপ্তাহে…

আইনগত পরিচয়, সোনালি মুখোপাধ্যায় ভট্টাচার্য । পেশায় চিকিৎসক। সপ্তর্ষি প্রকাশন থেকে,”প”, “৫০শে প্রেম” ও “স্টেথোস্কোপ এর পান্ডুলিপি ১ ও ২, ভাষা নগর পুরস্কারে সম্মানিত ২০১৬য়। কাগজের ঠোঙা প্রকাশনের ২০১৭, কবিতার বই ঃ পরমেশ্বরী। ২০১৮ য় ছোটদের গল্পের বই ” রঙ পেন্সিল ও রহস্যের গল্প ” । অণুগল্পের জনপ্রিয় বই ঃ সোনালিনামা ২০১৯ প্রকাশিত রহস্য উপন্যাস, হাভেলি আর ল্যাপটপের গল্প আর গল্পের বই ঃ নানান রকম প্রেমের গল্প । ২০২১এ উপন্যাস : মাধব রাইয়ের গুপ্তধন। ২০২২,গোয়েন্দা গল্প, পুনপুন চরিত। ২০২৩, অলৌকিক গল্পের বইরা: হঠাৎ যদি, এবং আলোর গল্প ও অন্ধকারের গল্প ।
২০২৪ : বই : টেক্কা দোক্কা তেক্কা রহস্য, ৬ প্রেমে ছক্কা।
এছাড়া বিভিন্ন আন্তর্জাল ও মুদ্রিত পত্রিকায় ও প্রকাশিত হচ্ছে সোনালির লেখারা।