মুম্বাই ফুটওভার ব্রিজ ভেঙে ৫ জনের মৃত্যু জখম ৩০

Reading Time: < 1 minute

বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ভেঙে পড়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন লাগোয়া ফুটওভার ব্রিজ ভেঙে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। জখম ৩০-এরও বেশি। আশঙ্কা করা হচ্ছে, এখনও বেশ কয়েক জন ব্রিজের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। দুর্ঘটনায় হতাহতদের জন্য রাতে ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

মুম্বই পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধে ৭-৩৫ মিনিটে সিএসএমটি ব্রিজের দু’টি বড় চাঙড় রাস্তার মধ্যে ভেঙে পড়ে। জখম হন ফুটওভার ব্রিজের নীচ দিয়ে সেইসময় যাতায়াত করা পথচারীরা। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েক’টি গাড়িও।

এখনও পর্যন্ত ব্রিজের ধ্বংসস্তূপ সরিয়ে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের সেন্ট জর্জ ও জিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের মধ্যে পরে ৫ জনের চিকিত্‍সা চলাকালীন মৃত্যু হয়। এখনও বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কা জনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>