গুপ্তধনের সন্ধানে নরবলি অন্ধ্রপ্রদেশের মন্দিরে

Reading Time: < 1 minute

নরবলির মতো ভয়ঙ্কর ঘটনা যে আজকের দিনেও ঘটে চলতে পারে, অন্ধ্রপ্রদেশের সাম্প্রতিকতম ঘটনায় তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার এক প্রাচীন শিব মন্দিরে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় কয়েকজন বাসিন্দা সকালবেলা ওই মন্দিরে গিয়ে দেখতে পান মন্দির চত্বরে পড়ে রয়েছে তিনটি মৃতদেহ। তার মধ্যে দু’টি স্থানীয় গ্রামের বাসিন্দা শিবরাম রেড্ডি ও তাঁর বোন কমলাম্মার। জানা গিয়েছে, তাঁরা দু’জন ভগ্নপ্রায় মন্দিরটির দেখাশোনা করতেন। তৃতীয় দেহটি সত্যলক্ষী নামে এক ব্যক্তির, যিনি রাতে ওই মন্দিরে ঘুমোতেন। মন্দিরে এবং তার চারপাশে তিনটি দেহের থেকে নেওয়া রক্ত ছেটানো থাকাতেই আরও উঠে আসছে নরবলির প্রসঙ্গ। ঘটনার তদন্তকারী সিনিয়র অফিসার জানান যে তদন্ত করে এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে মনে করা হচ্ছে যে মন্দিরের কোথাও গুপ্তধনের হদিস পাওয়ার জন্যই বলি দেওয়া হয়েছে ওই তিনজনকে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>