| 26 এপ্রিল 2024
Categories
খবরিয়া লোকসংস্কৃতি

একনাটক উৎসবে হ্যাপি ডেজ

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডল মিলনায়তনে আগামী ২৯ ও ৩০ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে একনাটক উৎসব “শেষ বসন্তের নাট্যরঙ্গ”। উৎসবে মঞ্চস্থ হবে স্যামুয়েল বেকেটের রচনায়, শুভাশিস সিনহার অভিযোজন ও নির্দেশনায় নাটক “হ্যাপি ডেজ”।
অনুবাদ করেছেন কবীর চৌধুরী ও শাহীন কবীর। প্রযোজনা করেছে ফরাসী দূতাবাস। একক অভিনয় করছেন জ্যোতি সিনহা।

নাটকটির মঞ্চ নির্মাণ করেছেন শাহনাজ জাহান। সহযোগিতায় আসফিকুর রহমান, হাসান আলী। আলোক প্রক্ষেপণে আসলাম অরণ্য। সংগীত প্রক্ষেপণে হুমায়ূন আজম রেওয়াজ। স্টেজ ম্যানেজার পারভেজ সরকার।

নাট্যনির্দেশক শুভাশিস সিনহা বলেন, ‘বসন্ত প্রায় শেষের দিকে, তাই শেষবসন্তের উৎসব। এটা ‘হ্যাপি ডেজ’ নিয়ে একনাটকের উৎসব। চারটি প্রদর্শনীতে সবার আমন্ত্রণ। আশা করছি উৎসব জমবে। নাটকের পাশাপাশি টুকটাক কিছু আয়োজনও থাকবে, সব এখনি বলা যাবে না।’

অ্যাবসার্ড নাটকের জন্য বিখ্যাত, ‘ওয়েটিং ফর গডো’-খ্যাত নোবেলজয়ী নাট্যকার স্যামুয়েল বেকেটের লেখা আলোচিত নাটক ‘হ্যাপি ডেজ’। এতে উইনি নামের এক নারীর নিঃসঙ্গ কিন্তু স্বপ্নময় জীবন উঠে এসেছে। যেখানে সব ছেলেখেলার মতো ক্রিয়াকলাপের মধ্য দিয়ে মানুষের এক অভিনব মানসপটকে আঁকা হয়েছে। পুরো নাটকে উইনি তার স্বামী উইলির সঙ্গে অনর্গল কথা বলে যায়, প্রলাপের মতো। নস্টালজিয়া, অভিযোগ, আকাঙ্ক্ষা কিন্তু সবকিছু ছাপিয়ে তার শরীর-মনের তীব্র প্রেমাকুতি।

মূল টেক্সটে দুই-একটি সংলাপের মধ্য দিয়ে অথর্ব, অক্ষম পুরুষ-চরিত্র উইলি উপস্থিত থাকলেও এ প্রযোজনায় তাকে অনুপস্থিত রাখা হয়েছে। কিন্তু স্ত্রী উইনির ঘণ্টাব্যাপী কথা-ক্রিয়ার মধ্যে সে বর্তমান থাকে। সে জীবিত নাকি মৃত, সে প্রশ্নের মীমাংসাও হয়তো হয় না। কিন্তু উইনি তাকে নিয়ে জীবনের এক আনন্দময় দিনের স্বপ্ন দেখে চলে, তাকে নিজের মতো করে সাজিয়ে চলে, যা কোনো দিনই তার জীবনে আসে না।

হ্যাপি ডেজ পরিবারের পক্ষ থেকে জানা যায় একঘন্টা সময়ব্যাপী দুই দিনে নাটকটির চারটি শো মঞ্চস্থ হবে। প্রদর্শনীর আগে হলের কাউন্টার থেকে দর্শনীর বিনিময়ে টিকেট সংগ্রহ করা যাবে। টিকেটের মুল্যমান যথাক্রমে ২০০/৩০০/৫০০ টাকা এছাড়া নাট্যকর্মী এবং শিক্ষার্থীদের জন্যে রয়েছে ১০০ টাকা মুল্যের টিকেক।

নাটকটি প্রদর্শনীর সময়সূচি যথাক্রমে
২৯ মার্চ শুক্রবার বিকাল ৫-৩০, প্রথম প্রদর্শনী
২৯ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭-৩০, দ্বিতীয় প্রদর্শনী
৩০ মার্চ শনিবার বিকাল ৫-৩০, তৃতীয় প্রদর্শনী
৩০ মার্চ শনিবার সন্ধ্যা ৭-৩০, চতুর্থ প্রদর্শনী
টিকিট বুক করতে এই ০১৭১৭৩৮৬৬৪৬ নাম্বারটিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত