| 8 অক্টোবর 2024
Categories
খবরিয়া সংস্কৃতি সংবাদ

নাটক পুত্র’র ৬ষ্ঠ মঞ্চায়ন আগামীকাল

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 


আগামী ২৯ মার্চ ২০১৯ সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে সেলিম আল দীন’র রচনায় এবং শিমূল ইউসুফ’র নির্দেশনায় ঢাকা থিয়েটার প্রযোজনা পুত্র নাটকের ৬ষ্ঠ মঞ্চায়ন।


নির্দেশক শিমুল ইউসুফ কে এই নাটক সম্পর্কে জানতে চাওয়া হলে, তিনি জানান, পুত্র সেলিম আল দীনের শেষ দিকের নাটক। এখানে সেলিম আল দীনের
কিছু ব্যক্তিগত ব্যাপার শিল্পের ভেতর দিয়ে বেরিয়ে এসেছে। নিজের যে কষ্টগুলো ছিল, যে পুত্রশোক ছিল,
সেগুলো শিল্পের ভেতর দিয়ে বেরিয়ে এসেছে। তার একটি ছেলে হয়েছিল। ২০ মিনিট পর সে মারা যায়। সেই
সন্তানের শোকটা আমি পুত্র নাটকে দেখেছি। তিনি বলেন, সেলিম আল দীনের স্ত্রী পারুলের যে কষ্ট ছিল
সেটা আমি আবছার ভেতর দেখতে পাই। সিরাজ মাইট্টালকে আমার মনে হয় সেলিম আল দীন। তিনি
নিজের জীবনকেই এই গল্পের মাধ্যমে বলে দিয়েছেন।

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত