মহাকাশ গবেষণায় ভারতের নতুন মাত্রা ঘোষণা প্রধানমন্ত্রীর
মহাকাশ গবেষণায় শক্তিধর দেশগুলোর পাশে এবার এক নিঃশ্বাসে উচ্চারিত হতে পারে ভারতের নামও
মহাকাশ গবেষণায় শক্তিধর দেশগুলোর পাশে এবার এক নিঃশ্বাসে উচ্চারিত হতে পারে ভারতের নামও। আমেরিকা, চিন ও রাশিয়ার পর চতুর্থ দেশ হিসাবে ভারত অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্র (A-SAT) ব্যবহার করে মহাকাশে অব্যবহৃত একটি উপগ্রহ ধ্বংস করে দিয়েছে ভারত। মাত্র তিন মিনিটেই ৩০০ কিলোমিটার উঁচুতে একটি low earth orbit স্যাটেলাইট ধ্বংস করে সফল হয়েছে ‘মিশন শক্তি’। আজ প্রধানমন্ত্রী নিজেই তাঁর টুইটারে জানান, জাতির উদ্দেশে তিনি ১১.৪৫-এ এক ঘোষণা করতে চলেছেন। জল্পনা বাড়তে শুরু করে তার পর থেকেই। অবশেষে দুপুর ১২.২৫ নাগাদ এই ঘোষণাটি করেন মোদী। তবে এই মিশনটি কোনও দেশের উদ্দেশ্যে নয় ও এর দ্বারা আন্তর্জাতিক ক্ষেত্রের কোনও মহাকাশ নিয়মও লঙ্ঘিত হয়নি বলে জানিয়েছেন তিনি। সফল এই পরীক্ষাটির জন্য Defence Research and Developement Organization-এর গবেষকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সূত্রঃ ১৯/২০