অবসর নিলেন শোয়েব মালিক

Reading Time: < 1 minute

বাংলাদেশের বিরুদ্ধে ৯৪ রানে জিতলেও নেট রানরেটের ব্যবধানে গতকাল লর্ডসের মাঠে শেষ হয়ে গেল তাদের বিশ্বকাপের দৌড়। তার সঙ্গে একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন এক পাকিস্তানি ক্রিকেটার, শোয়েব মালিক। পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ২০১৬ সালে। ইদানীং তাঁর ফর্মও খুব একটা ভাল যাচ্ছিল না। তার জেরে মাঝে-মাঝেই বাদ পড়তে হচ্ছিল দল থেকে। জড়িয়ে পড়ছিলেন নানা বিতর্কেও। বিশ্বকাপেই ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে স্ত্রী সানিয়া মির্জ়ার সঙ্গে লেট নাইট ডিনারে যাওয়ার কারণে সমালোচিত হন। দুর্ভাগ্যক্রমে ভারতের বিরুদ্ধে আউট হন শূন্য রানে! বিশ্বকাপে সেভাবে খেলার সুযোগও পাননি। মাত্র তিনটি ইনিংসে তাঁর সংগ্রহ আট রান, যার মধ্যে দু’টি শূন্য।
ইদানীংকালে তেমন ছাপ রাখতে না পারলেও শোয়েব পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলেছেন প্রায় ২০ বছর। ২৮৫টি একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৭৫৩৪ রান। খেলেছেন ৩৫টি টেস্টও। অবসর প্রসঙ্গে তিনি বলেন, “আমি যাঁদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। কিন্তু যদি শেষ কয়েকটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে আমার কেরিয়ারের বিচার করা হয়, তবে সেটা খুবই হতাশাজনক হবে।”

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>