আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
একুশ
রাস্তা তোমার আর আমার এক নয়
কোনকালে ছিলও না
আলো, আরো আলো চাই তোমার
আমার শুধু অন্ধকার
বেঁচে থাকার রসদ খোঁজো তুমি
বিজ্ঞাপনী ফ্ল্যাশলাইটে, হোর্ডিংয়ে
আর আমি সুপুরি গাছে, কচুরিপানায়
যেন সমান্তরাল
হাঁটি আর হাঁটি কোনো লক্ষ্যের পেছনে
বা কোনো লক্ষ্য ছাড়াই
বাইশ
বুকের ওপর শুয়ে আছো তুমি অনন্তকাল
যেন সময় আর মুহূর্তগুলো
পাশাপাশি এগিয়ে চলে, মাঝ বরাবর
এক অদৃশ্য রেখা টেনে দিয়ে
অলঙ্ঘ্য, অনতিক্রম্য।
অনুভূত হয়, তবে ধরা যায় না
বালির মতোই বেরিয়ে যায়,
যতই মুঠি শক্ত করি ক্রমশ-
অনূভবেই সুখ আর সমাপ্তি,
আর অপেক্ষাতেই যত আনন্দ
তেইশ
বহুদিন ধরে সযত্নে সাজিয়ে রাখা-
এক স্বপ্ন থেকে সময়ের মাত্রা সরিয়ে দিলে
যা পড়ে থাকে, তা হলো তুমি
আমার চিবুকের ঘাম বেয়ে খসে পড়া
মুহূর্তগুলোতে ধরা থাকে তোমার ছবি।
অসূর্যম্পশ্যা এক অবয়ব আঁকা হয়ে থাকে
হৃদয়ের শস্যভূমির পেলব তুলির ছোঁয়ায়
তবু চোখ মেললে দেখি তুমি নেই-
তুমি আমার সময়ের অনুভূতিতে,
আমার স্মৃতির সোপানে-
জেগে থাকো, শুধুই আমার স্বপ্নে।

পদার্থবিদ্যার ছাত্র হলেও সাহিত্যচর্চা মন জুড়ে। ভালোবাসি কবিতা, ছোট গল্প ও প্রবন্ধ লিখতে । নিয়মিত বিভিন্ন পত্রিকায় লিখি। কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিতব্য। আলিপুরদুয়ার জেলায় জন্ম হলেও অধুনা কোচবিহার বাসী। পেশায় সরকারি আমলা।