| 19 সেপ্টেম্বর 2024
Categories
কবিতা সাহিত্য

পতঙ্গ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

পাথরে ছলনা নেই, সমস্ত সরল
ঠোঁটে তার ঠোঁট দিলে নেই পতনের ভয়।
এতটা সহজ করে ঘুম যদি টেনে নিতো শেষে
শঙ্কাহীন মানুষেরা পোহাতে আগুন শেষ-বিকেলের…

নদীর স্রোত ঘূর্ণি জল
মৃদুহাসে, ছড়ায় কটাক্ষ, ডিঙিদের দিকে।
কিছু ডিঙি ভাসে, দোলে। কিছু ডিঙি ডুবে যায়-ঘন জলে!

পাথরে ছলনা নেই, নদীদের আছে।

পাথর পুরুষ কোনো? নদীমাত্র নারী?
অথবা পুরুষ নদী? পাথরের দেহ নিয়ে নারীরা জন্মায়?

এরকম সূত্র কোনো ভুলে যাওয়া ভালো।
ছলনার লিঙ্গ নেই। ছলনা কেবল জানে টেনে নিতে বুকে
পতঙ্গের নরম হৃদয়!

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত