| 27 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

বিয়োগের বিকেল

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 
এখনো রক্তপাত হয়
বিয়োগের বিকেলে
ইতিহাসে কম নম্বর পাওয়া কিশোরের মত তা’বলে আত্মজীবনী লিখবো এখনই
এতটাও ফুরিয়ে ফেলিনি নিজেকে
 
বশ্যতা চেয়েছিলে
বুনো তরলের মত গাঢ় দাগে
 
কিভাবে বোঝাই আমিও চেয়েছিলাম
নতমুখ,মলিন চোখের কোটরে
রাষ্ট্রের সমস্ত ঘুম কেড়ে নিতে চেয়েছিলাম
 
ব্যভিচার,চাতুরী সমস্ত লুঠ
এখন সামনের বাগানে পায়চারি করি
স্তব্ধ সমুদ্রকে ফিরিয়ে দিই গর্জন,
ফিরিয়ে দিই তার দুধ সাদা ইউনিফর্ম
নিভে আসছে কুলীন আলো। এ আলোর ভালোবাসা নেই, রোমান্স নেই,
ভাবাবেগ নেই।মেদহীন মস্তিষ্কের মতো মুচমুচে কিছু শব্দ দাঁতের ফাঁকে
বিদ্রোহ শুরু করতেই ছাদ ছেড়ে নেমে এসেছি নীচে।
 
গতানুগতিকতার খোলস ছেড়ে মধ্যরাতে যে উন্মাদ পায়েস রাঁধে
আমি তার সুগন্ধের কাছে ঋণী।
 
গুরুচন্ডালিদোষ থেকে থেকে মুক্ত হয়েছে
প্রতিশ্রুতি
বহুদিন ভোকাট্টা ঘুড়ির মতো প্রতিবেশির চাতালে গড়াগড়ি খেয়ে
এখন ভাঙা ডানা সেলাই করার কল খুঁজছি
যদিও ভালোবাসা ভালোবাসায় বিশ্বাস নেই আর আমার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত