আজ ১৬ সেপ্টেম্বর কবি মীনাক্ষী মুখার্জীর জন্মতিথি। ইরাবতী পরিবার কবিকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
অপর এক আহ্নিক
স্মৃতির ওপর দাগ কাটছে অপর এক আহ্নিক
বিষাদ ভরা রশিদ
খান খান মাটি প্রসূতি হলে
জাগিয়ে রাখি নক্ষত্র
মৃত ফড়িং নিয়ে আসছে মেঘ, কোথাও
বোরখার আড়াল থেকে আমি সূঁচে বুনছি
প্রস্তাবিত জীবন
অথচ চেতনা কিন্তু উপত্যকায় দাঁড়ানো।
প্রতিবিম্ব
সারা রাত প্রতিবিম্ব – কবিতা
মালকৌঁষ ভেসে আসছে
যাপনকৃত প্রেমে অঙ্গুলি প্রেম
জোছনার বিষ তর্পণ করছে – সংজ্ঞা
প্রতিশ্রুতি হাওয়ায়…
শরীরে স্পর্ধা
উন্মোচিত – কবিতা
তবে কি একা – নারী!
বিলাপ
বিলাপ করছে দুপুর
রোদ কুড়ায় নারী নাম
আর কবি হেলান দিয়ে, একটা না-লেখা খামে।
ছদ্ম হয়ে হলুদকরবী
স্নান করায় বান, ভাসায়…
মুহূর্ত –
ওষ্ঠ ভেজা জল
লেহনে নোনতা আঁশটে রক্ত লালা
ধমনী নির্ধূত
রূপময় কাত্যায়নীতে।
![Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com](https://irabotee.com/wp-content/uploads/2020/05/line-art20-150x150.jpg)
পথ বাঁক নিলে জেগে ওঠে
নক্ষত্রবলয়
লগ্নের লগ্নীকরণ করেছি বারংবার
বিস্ময় ফিরিয়ে দিতে শেখে নি
তবু কি সমস্তটা গ্রহণ করতে
পেরেছো, বিস্ময়?
আজও গর্ভপাত রক্তে লেগে আছে
ছিটেফোঁটা
উধাও সময় থেকে দ্রুত প্রহর
হয়েছে দ্বি
অপার হয়তো ক্লান্তি ফুরাচ্ছে
বিবেক ও বোধের সেমিকোলনে
![Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com](https://irabotee.com/wp-content/uploads/2020/05/line-art17-150x150.jpg)
মনে করিয়ে দেয় গাছের জীবনী
পথিকের টুকে রাখা ঠিকানায়
চার দেয়াল রাস্তা মাপে
ইঁদুরের গর্তে ঈশ্বর – চুপ
শিৎকারের ভেতরেও থাকে সৎকার
চাঁদ ও সূর্যের কোষে কোষে
অথবা
মৃত কুয়াশায় ছোঁয়ারা ছোঁয়াচে
![Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com](https://irabotee.com/wp-content/uploads/2020/05/line-art24-150x150.png)
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)