Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

কবিতাগুচ্ছ

Reading Time: 3 minutes

আজ ১৬ সেপ্টেম্বর কবি মীনাক্ষী মুখার্জীর জন্মতিথি। ইরাবতী পরিবার কবিকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


অপর এক আহ্নিক

স্মৃতির ওপর দাগ কাটছে অপর এক আহ্নিক

বিষাদ ভরা রশিদ

খান খান মাটি প্রসূতি হলে

জাগিয়ে রাখি নক্ষত্র

মৃত ফড়িং নিয়ে আসছে মেঘ, কোথাও

বোরখার আড়াল থেকে আমি সূঁচে বুনছি

প্রস্তাবিত জীবন

অথচ চেতনা কিন্তু উপত্যকায় দাঁড়ানো।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

প্রতিবিম্ব

সারা রাত প্রতিবিম্ব – কবিতা

মালকৌঁষ ভেসে আসছে

যাপনকৃত প্রেমে অঙ্গুলি প্রেম

জোছনার বিষ তর্পণ করছে – সংজ্ঞা

প্রতিশ্রুতি হাওয়ায়…

শরীরে স্পর্ধা

উন্মোচিত – কবিতা

তবে কি একা – নারী!

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

      

              

বিলাপ

বিলাপ করছে দুপুর

রোদ কুড়ায় নারী নাম

আর কবি হেলান দিয়ে, একটা না-লেখা খামে।

ছদ্ম হয়ে হলুদকরবী

স্নান করায় বান, ভাসায়…

মুহূর্ত –

ওষ্ঠ ভেজা জল

লেহনে নোনতা আঁশটে রক্ত লালা

ধমনী নির্ধূত 

রূপময় কাত্যায়নীতে।

    

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

পাহাড়িলিলি
 
 
তোমার গান শুনতে চেয়েছি, তার আগেই বৃষ্টি নেমেছে।
তোমাকে দেবো বলে এক আঁজলা কুড়িয়ে রেখেছি জল
উপহার নয়, অভিশপ্ত রাতের ছোঁয়া নিতে
মনে যে মেঘ শুকিয়ে গ্যাছে
ভারী বাতাসের মুক্তি লিখে উড়িয়ে দিও
 
সবকিছু শুধু নিজের জন্যে আজ
 
যেদিন তুমি জীবনানন্দ শুনিয়েছিলে
” আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।”
সেদিন ঠিক সেদিন জেনেছি পরাগ নিয়ে যাওয়া প্রজাপতি উধাও
 
সাদা পাহাড়িলিলির তোড়া হাতে
স্কুল ড্রেস পড়া মেঘমেয়ে চিনিয়েছিল পথ
যে পথের বাঁকে অর্পিত ছায়ার হলুদ ঘাস
সাদা ও গোলাপি রডোড্রেনডনের বিষ
 
এখন জাতিশ্বরের লাল প্রেমিকারূপে
ঝর্ণা ও বৃষ্টির মাঝে নিজেকে কুড়াই
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
এক একটা লাইন ‘ ৎ ‘

পথ বাঁক নিলে জেগে ওঠে
 নক্ষত্রবলয়
লগ্নের লগ্নীকরণ করেছি বারংবার
 বিস্ময় ফিরিয়ে দিতে শেখে নি
 তবু কি সমস্তটা গ্রহণ করতে
পেরেছো, বিস্ময়?
আজও গর্ভপাত রক্তে লেগে আছে
ছিটেফোঁটা
 উধাও সময় থেকে দ্রুত প্রহর
 হয়েছে দ্বি
 অপার হয়তো ক্লান্তি ফুরাচ্ছে
বিবেক ও বোধের সেমিকোলনে

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
সৎকার
কান্নার গাণিতিক  দাগ
মনে করিয়ে দেয় গাছের জীবনী
পথিকের টুকে রাখা ঠিকানায়
 চার দেয়াল রাস্তা মাপে
ইঁদুরের গর্তে ঈশ্বর  – চুপ
শিৎকারের ভেতরেও থাকে সৎকার

চাঁদ ও সূর্যের কোষে কোষে
            অথবা
 মৃত কুয়াশায় ছোঁয়ারা ছোঁয়াচে

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>