| 5 ফেব্রুয়ারি 2025
Categories
কবিতা সাহিত্য

যুগল কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

 

জঙ্গলমহলের ক্যানভাস

ট্রাকের শব্দ ব্লটিং পেপারের মতো শুষে নেয় ঝড়ের আওয়াজ, খুন খারাপি রক্ত পড়ে থাকে মাটিতে। এলোমেলো ছড়িয়ে থাকা লাশের রক্তরঙ আর নরম মাটিতে টায়ারের গভীর ডোরাকাটা ধূসর দাগ উঠে আসে নববর্ষের ক্যালেন্ডারে, সেনাবাহিনীর গ্লাসে। এমনি ভাবেই বছর কাটে, মাস যায়, দিন যায়; জঙ্গলমহলেখড় পোড়ে,খাঁক হয়ে যায় গ্রামের পর গ্রাম। সমাজশত্রু সন্দেহে নির্বিরোধী মানুষের লাশ!

জঙ্গলের আলোছায়ার ফোকর দিয়ে নেমে আসে সৈনিকের উর্দি। আমার ভাই-এর রক্ত বয়ে আনতে আমাকেই পাঠায় মহামান্য সেনাধিপতি। এমনি হাজারো সংঘাত আর তীরধনুকের ব্যারিকেডের মধ্য দিয়ে যেতে যেতে আমার ক্যানভাসে তৈরী হয়ে যায় দুর্দান্ত এক জঙ্গলমহলের ছবি! আকাশ থেকে রক্তের ফোঁটা ঝরে পড়ে জঙ্গলমহলের জন্যে নির্মিত ক্যানভাসের অমানবিক চিত্রকলায়। বিশিষ্টজনের হেলিক্যাপটার নেমে এলে পর্দা সরিয়ে উন্মোচিত হয় জঙ্গলমহলের রক্তাক্ত ক্যানভাস, অমানবিক সময়কে যৌতুকে আর ভাষণে আলোকিত করবার মহৎ চতুর ভ্রান্তি। এক নগ্ন অপচেষ্টা!

রাত নেমে আসে জনহীন প্রান্তরে। মহুল পিয়ালের গোপনে গোপনে জেগে ওঠে অগ্নিকুন্ড, বেজে ওঠে দ্রিদিম দ্রিদিম ধামসা মাদলের বোল!

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

হাওয়ায় উড়ছে এপিটাফ 
 
এখন হাওয়ায় উড়ছে এপিটাফ
শববাহী গাড়ির জানালা
ছড়িয়ে দিচ্ছে খই
যে যাচ্ছে
কবে তার জন্ম?
 
বায়োডাটার ভেতর থেকে খুলে আসছে কলমের ভোঁতা নিব!
স্মৃতিস্তম্ভের দিকে গড়িয়ে পড়ছে দীর্ঘশ্বাস
কবরখানার গাছ গাছালি পেরিয়ে
হাওয়ায় হাওয়ায় উড়ে আসছে
 
এপিটাফের ছেঁড়া পাতা ।
 
শববাহী কাঁচের গাড়িটা
একটা দেহ নিয়ে
গড়িয়ে যাচ্ছে বিস্মৃতির অতলে।
 
শববাহী কাঁচের গাড়িতে
লোকটা এগিয়ে যাচ্ছে কোথায়?
 
সেকি কোনো অনন্ত যাত্রাপথ,
নাকি কিছুটা দূরেই একটা পথের সীমান্ত –
যাকে কাঁটাতার আটকে রেখেছে
 
নির্জনতার একাকী স্মৃতিস্তম্ভে !
 
 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত