আনুমানিক পঠনকাল: 3 মিনিট
আজ ০৩ সেপ্টেম্বর কবি জয়দীপ চক্রবর্তীর শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
শিউলির একক থেকে-
যে পরাগ ঝরে পড়ে,
অবিন্যস্ত ধুলোমেঘের পর কাঁচা রোদ্দুর।
এখানেই চিত হয়ে শুয়ে প্রতীক্ষায় উপেক্ষিত ভালোবাসা,আর-
কৈশোর অতিক্রান্ত পালক মেঘ….
সৌররশ্মি সহজাত সহজ যেভাবে
ছুঁয়ে উথালপাথাল বেত্রবতীর ধারনা।
জীবনচর্চায় ধারনা নির্ভরতা,
আগুন খেয়েই উপলব্ধির জলরং।
সংশয়ের একান্নবর্তি উঠোন!
যে ঘরানায় কোন সাক্ষাত্কার লিপিবদ্ধ হতে নেই…
চুপলিপি ০৪
পুরনো বন্ধুতার ভুলে যাওয়া কলি
নির্জনতা জানে নিপুণ গাঁথা জলাঞ্জলি।
স্মৃতি ধূসর হৈ হৈ,মনকেমন হয়
অভিজ্ঞতা জীবনের বন্ধু নয়?
তবু লিখে রাখি একটি গোলাপ
তুমিও পড়েছো,পাগলের হিজিবিজি প্রলাপ?
হেমন্তর দাওয়া জুড়ে রাশি রাশি অন্ধকার
এমন আবহে কি করে জমবে বলো তার ছেড়া আলাপ?
মনপুর ভেসে যায় তিরতির…স্মৃতির জারিজুরি …
পার হওয়া পানসির পিছুটানে পুরনো আকুতি।
কোন সে আকাশের কোন সে মেঘ-
আজও বাড়ে লেখার খাতায় উদ্বেগ?
পাতায় পাতায় এমনই জমে সময়,দুঃসময়
মৃত্যু পূর্ববর্তী ধুলোজীবন,তন্নতন্ন সংলাপ স্বপ্নময়…

ঘুন ১২
সেদিনের প্রতারণা পরবর্তী নিরাপদ দুরত্ব,কিছুটা ঝুঁকে পরা ভাঙা সম্পর্ক!
মধ্যরাতে মুঠোফোন ঘৃণার তীব্রতা মেপে করগোনা- আজও নির্বিকল্প।
এরকম স্মরণে শূন্যেও মোহ টগবগ ফোটে,পোড়াই সহজ আমাকে।
একদিন এভাবেই জানি,পরিণতির পিছুটানে – ছাই হয়ে যেতে হবে …

শেয়ারে নয় সৃষ্টিতে ৩১
#
তীব্র ছোটে শীত থেকে দ্রুততর এসে বড়দিন
ভেসে যিশুপুজো থেকে গল্পে উপহারে অন্তমিল
অন্ধকার ফেটে পরে অনুরাগ গাঁথে আলোপথ
উপহারে ভোরে স্বপ্ন আঁকে শিশু অহিংস শপথ
#
অস্ত্র আনি অস্ত্র লিখি রক্ত কার কোন বুদ্ধিভেদ
এসো আস্তিক বলো খুঁজে কোরান,বাইবেল,বেদ
কেন আমিই সেরা তাই সবাই ভুল সবই দোষ
এসো নাস্তিক রক্ত উৎপাদক মাক্স মাঁউ আরোপ
#
নিয়মের কানাগলি ফেলে ক্লান্তিকর দিনগোনা
পরিপাটি চকচকে রোদ সকাল বড়দিন জানা
কফি পেষ্টিতে খুনসুটি দিনভর বেশ চলনসই
অবাক উপহার নানারঙ বছর শেষ প্রতীক্ষা রই
#
নিয়ম ভেঙে বিকেল যখন মাঠ ছেড়ে ঘরে
তখন বেশ সন্ধ্যা গুছিয়ে এঁকে গভীর রাতপথে
আলো আর জমকালো রাজপথ অসংখ্য নক্ষত্র
সুযোগ খোঁজে ফাঁকা শহর রেলস্টেশন বিচিত্র
#
নামনা জানা সেই ঝুপড়ি বেশ কিছুদিন আগে
এমন যিশুপুজো সেদিন সব খুশি আলো মেখে
তবু ঝুপড়ি ছিল ঘনঅন্ধকার নিংড়ে সব কালো
কৃষ্ণা সেদিন একা ছ্যাঁকে রুটি ঘরে দোর দিলও
#
কৃষ্ণা কৃষ্ণা হ্যাঁ কৃষ্ণা না কৃষ্ণা বনগাঁর মেয়ে
আপন নেই পর নেই ভাগের মেয়ে ইচ্ছা পেলে
বিছানা নেমেই বাইরে বলি নোংরা মেয়েছেলে
সত্য না মিথ্যা বিষ না অমৃত সে নিরুপায় গেলে
#
দিন থেকে মাস থেকে বছর সময় ঘোরে
তুমি আমরা সোমলতা প্রতীক্ষা কেকপেষ্টিতে
কৃষ্ণা একা একটাই পেট দিন আনে খাই
সবদিনই এক তাঁর বিশেষ দিন রসিক অপচয়
#
এমন দিন পেট একটি দানাহীন ভীষন উপবাস
তবু ঝুপড়ি দাদা হুকুম বাধ্যতা রক্তাক্ত সহবাস
চোরা কিলকান্না হজম অসহ্য হাসির মুখোশ
এটাও জীবন তবু নিয়মে খিদে চাই পেট রোজ
Related