Reading Time: < 1 minuteমঙ্গলগ্রহে মানুষের পা রাখা এখন শুধু সময়ের অপেক্ষা। গত কয়েক দশকজুড়ে তার প্রস্তুতি নিচ্ছে নাসা। সেই পরিকল্পনার পুরোভাগে মহিলারাই রয়েছেন বলে জানিয়েছেন নাসার শীর্ষ কর্তা জিম ব্রাইডেনস্টাইন।
মঙ্গলগ্রহে মানুষ হিসেবে পা রাখবেন কোনও নারী। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন নাসার এই শীর্ষ কর্তা। তবে নির্দিষ্ট কোন মহিলা নভোশ্চর লালগ্রহে ঐতিহাসিক পদক্ষেপ করবেন, তা এখনো জানা যায়নি।
Related