| 1 সেপ্টেম্বর 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা: কবিতাগুচ্ছ । দালান জাহান

আনুমানিক পঠনকাল: 3 মিনিট
ঘ্রাণবিদ্যা
 
একান্ত বাল্য বয়সে
লাস্যময়ী এক চকলেট পেয়েছিলাম
জাহাজ ভাঙা মানুষের হাত
সেই হাত নাকে চেপে ধরে বসে থাকতাম বলে
দাদিমা গোপনে শিখিয়েছিলেন ঘ্রাণবিদ্যা।
 
দাদিমা বলতেন
যারা তেল বিক্রি করেন হাঁটে-বাজারে
সীমাহীন তাদের সম্পর্কের শহর
এক টুকরো রঙিন জল পেতে
তারা ঘি মাখেন এপোলোর তিরে
হীরার খনির চেয়ে উজ্জ্বল তাদের ভবিষ্যত।
 
সেই থেকে ঘ্রাণ শোনে বুঝতে পারি
পতঙ্গ ও মানুষের উচ্চতা।
 
 
 
 
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,kobi rafiq gibran er kobita
 
 
 
 
 
 
প্রশ্ন  
 
 
শরীরে রোদ চাষ করা ছেলেটি
রেললাইন আর টেলিফোনের গল্প বলে
তার কাছে ট্টেন মানেই দুরন্ত আকাশ
আনন্দ ঝকঝক।
 
টেলিফোন মানেই সমুদ্র আমিষ
সে হাত ছাড়া করতে চায় না
বিধাতার সাথে কথা বলার সুবর্ণ সুযোগ।
 
কতগুলো কালো কাক ঠোঁটে করে নিয়ে যায়
ওয়েদিপাউস শহর পাথরের মূর্তি
ইটের হৃদয়ে খোদাইকৃত মাতৃরঙ।
 
গ্লানিভাঙা জল পাহাড় ভাঙা বুক
লোক দেখানো জনশ্রুত কার বাড়িতে যায়!
এইসব ছেলেটা দেখে
বিধাতা দেখে না কেন?
 
 
 
 
 
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,bengali-poetry-in-assam
 
 
 
 
 
 
 
 
আমসত্ত্ব
 
 
মা বললেন বাজারে যাও
সবজি মাছ মাংস কিনে নিয়ে এসো
বাবা বললেন সবকিছুতে বিষ
সব খাবার ফুরিয়ে গেছে।
 
সমাবেশে যাও
একজন ভালো মানুষ নিয়ে এসো
বাবা বললেন সমাবেশ শূন্য
সেখানে পড়ে আছে পুতুল সদৃশ চেয়ার
ভালো মানুষেরা অমাবস্যায়
বিক্রি হয়ে গেছে।
 
সাধুর কাছে যাও সন্যাসীর কাছে যাও
সততার উত্তাপ নিয়ে এসো
এবার বাবা কিছু বললেন না
রোদে শুকাতে দেওয়া
আমসত্ত্বে তাকিয়ে রইলেন
সেখানে মাছি ভনভন উড়ছে।
 
 
 
 
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,bangla-kobita-kobi-maruf-ahmad
 
 
 
 
 
 
কামান
 
অমানুষ হওয়ার অনেক বছর
হঠাৎ একদিন তিনি…
মানুষের মতো কথা বললেন
আয়নায় ফেলে ডেসড্রেন প্রতিবিম্ব
মুখোমুখি হলেন পয়েন্টস অব হিমাগারে।
 
তার উল্টানো চোখ এখন
ডোন্ট কেয়ার বালিকার
শতাব্দী খোলা মাংস দেখে হাসা
সেই বৃদ্ধের মতো….
 
যে কি না সিফিফাস লজ্জায়
লুঙ্গি ধরে নিজের মুখ ঢাকতে গিয়ে
নিচের দিকে খুলে দিয়েছেন
পাকিস্তানের দিকে হেলে পড়া
কুচকুচে কালো কামান…!!
 
দেন হাততালি দেন বাজান।
 
 
 
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
 
 
 
 
 
 
আধুনিকা
 
আগে আধুনিকা বলতে বুঝতাম
মেহেরুন্নেসার বুক ভরা বকুল বাগান
এখন দেখি বাট ভাঙা উদোম সিগারেট
হালের ছেঁড়া ছিন্ন জামার নিচে
খোলে রাখা উর্বশী’র উলঙ্গ বোতাম।
 
এখন আকাশ দেখি নৈরাশ্যের শেষ সীমানায়
জ্বালিয়ে রাখে মাংসপ্রদীপ
আনন্দ চাবি সবুজ শ্যাম্পেইন
বাউলের কেশ ভরা মিথুন পুরুষ
কুন্তি রমণীর শয্যা ধরে হেঁটে যাওয়া দূর।
 
এখন আধুনিকা বলতে বুঝি
হেক্টরের রাজ্যে বাড়া সুখের সোনা
এখন আধুনিকা বলতে বুঝি
চৌবাচ্চায় চাষ করা মানুষের পোনা
ঠোঁটে রকেট নিয়ে ছুটে চলা..
 
মেহেরুন্নেসার ঢাকা দুবাই এয়ার টিকেট।
 
 
 
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,read bengali kobita tanya kamrun nahar
 
 
 
 
 
 
 
তোমার মতো কেউ হয় না
 
তোমাকে দেখলেই মনে পড়ে
সেই রঙ মিস্ত্রির কথা
যে কি-না যাদুর রঙ দিয়ে
পুরাতন সবকিছু নতুন করে দিতো।
 
তোমাকে দেখলেই মনে পড়ে
সে-ই শিক্ষকের কথা
যে কি-না একখানা আগুনের দলা
বগলে বইয়ে , স্কুলে নিয়ে যেতো
বছরের পরে বছর ধরে।
 
তোমাকে দেখলে,
আরও অনেক কিছু মনে পড়ে
কিন্তু তোমার মতো কাউকে মনে পড়ে না
তোমার মতো কেউ হয় না
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত