Categories
ইরাবতী উৎসব সংখ্যা: নীলাব্জ চক্রবর্তী’র কবিতা
আনুমানিক পঠনকাল: 2 মিনিট
রঙ করা সময়
জলের মাংস
একটা দিগ্বিদিক কার
ঘোর
মুহুর্মুহু হয়ে
এই পোশাক
এই ক্যামেরার দিন
একটা গভীর খুব কাঁচ কোথাও
বারবার
ফাঁকা সুরে সুরে
কিছুতেই জুড়ে যাচ্ছে না
দুটো লাল রেখার শব্দ
একটা রঙ করা সময়
বাষ্প অর্থে
আঙুলের স্মৃতি বদলে যাচ্ছে…
অসমাপিকা
কখনও অধিবৃত্তের প্রসঙ্গ
যে ফোকাস অর্থে
অচেনা কথায় কথায়
নাভি
ভাষাও আমায়
তোমার পাশেই
ঘুরে যাচ্ছে মিড শটের দিন জুড়ে
তেমন ক্লিক ক্লিক
একটা সাদাকালো হচ্ছে
রিস্টার্ট ছবি
দূর এক জীবন পর্যন্ত
সংলাপ ও প্রস্তরীভূত বর্ণমালায়
খসখসে
একটি কল্পদৃশ্য
অসমাপিকা ভালবেসে…
ধাতব যে দিন
অপেক্ষার স্বাদ পড়ছে
ভাষার যে আমি
নিজের ছায়া নিয়ে খেলতে খেলতে
একটা ক্যামেরা
ওই ফেনার ভেতর
যে বহুতল সময়টা
আছড়ে
একটা ভারী ব্লেড হয়ে
ধাতব যে দিন
সত্যি সত্যিই গেছে আর এসেছে
তোমার আয়না
লেফাফায়
শুনানির আগেই
এই পরবর্তী উইথড্রয়াল
ফিকে হয়ে আসছে…
স্পেস
দেওয়াল পর্যন্ত
কোনও কোনও স্পষ্ট নীল সংখ্যায়
শীত
একটা রঙ হয়ে
জামায়
চোখ বুনতে বুনতে
ফেটে পড়ছে
তিনঘর কোনাকুনি এগিয়ে দেওয়া শব্দরা
কার স্পেসে
দুঘর সোজাসুজি
এই অপেক্ষা
এই নিশ্চুপ
কনফেশন বক্সের ভেতর
ফিরে আসা
ফোনগুলো অন্যমনস্ক সন্ধ্যা হচ্ছে…
ভাষা নামে
ঘন একটা অন্যমনস্ক সময়
পড়ে যাচ্ছে
চোখ
অটোটিউন করা
তোমার যে সময়
দ্রুত
শুধু
ক্যামেরারই ছায়া
উঠছে
ভাষা নামে একটা গাছ জুড়ে
দুটো পাথর
তিনটে জানলা
কে
পেরিয়ে যাচ্ছে
একটা চেকলিস্টের রঙ…
জন্ম – অগাস্ট ১৯৭৭
প্রকাশিত কবিতার বই –
পীত কোলাজে নীলাব্জ (জানুয়ারি ২০১১, ৯য়া দশক), গুলমোহর… রিপিট হচ্ছে (ই-বুক) (নভেম্বর ২০১৩, বাক প্রকাশনী), প্রচ্ছদশিল্পীর ভূমিকায় (জানুয়ারি ২০১৪, কৌরব প্রকাশনী), লেখক কর্তৃক প্রকাশিত (জানুয়ারি ২০১৭)…
ভালোলাগা – গানের পুরনো আর কবিতার নতুন।
স্বপ্ন – মনের মতো একটা শর্ট ফিল্ম তৈরি করা।