| 26 এপ্রিল 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা: তিনটি কবিতা । নির্মাল্য মুখোপাধ্যায়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 
 
ভুল মানুষকে প্রতি রাতে
জড়িয়ে ধরলে
বুকের নদী শুকিয়ে যায়।
 
শুধু বাইরে বাধ্যত
যে জল
তাহাকে প্রবাহ বোঝালেও
 
দেখো দেখো এই স্তনের অন্তরে
জেগে থাকে চোখ,
কালোমণি একটা আধকাটা মাথা
 
সেই কবে থেকে আমি
জলে শুয়ে আছি
মরার মতন।
 
যেন কেউ
শ্বাস ফেলে
দেখছে আমায়
 
 
জল ধাক্কা জল
আমার পাথর-শিশ্ন
 
কার বেদনায়
না লজ্জা না বস্ত্র
সে এমন ফিরে -ফিরে চায়?
 
৩.
চোখ বেঁধে আমাকে জঙ্গলে
ঝোপের ভিতর রেখে এলে।
 
সারারাত ধরে উইপোকায়
ভরে উঠল দেহ।
 
কী আশ্চর্য
এখন শুধু চোখটুকু খোলা
 
দেখি
মৃত ভ্রমরে উড়ে বসছে
কেশরহীন জ্যান্ত জবাফুল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত