Categories
ইরাবতী উৎসব সংখ্যা কবিতা: অমা । সেবন্তী ঘোষ
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
পুষ্প তার কাজ করেছিল,
মৌমাছি ও ভোলেনি গুঞ্জন,
ফলের গাছে পাখি ঠুকরেছিল,
নদীর জল ছুটেছিল আগের মতন,
শুধু উজ্জ্বল রঙগুলি ঢেকে দিল উল্লাসে,
সব নিভে গিয়ে নামল
কালো ছাতার মতো অন্ধকার,
বিড়ালের নৈঃশব্দে চলাফেরার নির্দেশ
অমান্য করলেই বাতাস কেঁপে উঠছিল চাবুকে।
পা টিপে টিপে যাওয়া কি সহজ?
পায়জোড় না থাক,
জুতোর হিল খানিক অস্তিত্ব জানাবেই।
গন্ধ খানিক আনমনা করবে বাতাস।
তুমি তো ভাই ছিলে আমার, বাবা, প্রেমিকও,
কীভাবে চুম্বনের ভাষা ভুলে, ছুরি তুলে নিলে?
যখন জানো তোমার মতোই
বশ্যতা স্বীকার করবো না আমিও!
জন্ম শিলিগুড়িতে। পড়াশুনো শান্তিনিকেতনে। স্নাতকোত্তর শেষ করে শিক্ষিকার জীবন। কবিতার জন্য পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার (২০০৪) এবং বাংলা আকাদেমির অনিতা-সুনীলকুমার বসু পুরস্কার (২০১১)। সাহিত্য একাডেমির আমন্ত্রণে ২০১১ সালে কানাডার ভ্যাঙ্কুভার ও অটোয়ায় ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি, সাইমন ফ্রেজার ইউনিভার্সিটিতে কবিতা, গল্প পাঠ ও সেমিনারে যোগ দিয়েছেন। ঢাকা ও ভুবনেশ্বর সার্ক ফেস্টিভ্যালেও আমন্ত্রিত ছিলেন তিনি। পেয়েছেন মানবসম্পদ উন্নয়ন বিভাগের সিনিয়র ফেলোশিপ। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘ফুল ও সুগন্ধ’, ‘ফুর্তি ও বিষাদ কাব্য’, ‘দিল দরিয়া’, ‘গালিবের বউ যা বলতে পারে’, ‘কলোনি আমার’ ইত্যাদি। এছাড়াও যশইয়াঞ্জন পিয়াসীর নেপালি কবিতার বই ‘শান্তি সন্দেহ’-র অনুবাদ প্রকাশিত হয়েছে সাহিত্য একাডেমি থেকে।