| 26 এপ্রিল 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা: শতানীক রায়ের কবিতা 

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আমি…
 
 
আমাকে জল হতে দিয়ো, পৃথিবী। 
এক ঘাট থেকে অন্য ঘাটে যাব…
 
 
অথচ তরল কখনো বোঝে না
সে নিজে কতটা তরল।
 
 
কথা বলে যাই 
তুমি যে বৃক্ষ 
কিংবা সহজ 
শরীর 
অনুভব করে 
যাও
এই-ই ভুবন 
আমি আর তুমি
ওরই মধ্যে 
দুটো সাপ
 
 
খুব কি বেশি কথা বলি
অনর্গল।
প্রজাপতি দ্রুত কাল অতিক্রম করে।
 
 
অনেক বছর হল 
আর কিছু না। 
থামার চিহ্ন পাই না
এতদূর এসে আমি 
স্বয়ং ভাষা ও তার
অবলুপ্তি।
 
 
যেভাবে দেখবে 
পৃথিবী গোল
আমি আকাশ বাতাস জলে
মিশে অদ্ভুত 
একাকী সংগীত 
একাই নিঃশব্দতা! 
 
 
কিছু না, 
ক্রমশ পাহাড় ঘেঁষে
হাঁটতে হাঁটতে 
জীবন কেটে যায়
 
 
দূরদেশ থেকে ফিরে এসে 
সে দেখে 
এ-ই সে-বাড়ি 
ঘর 
থৈথৈ জল
 
 
সব শেষ হয়ে যাচ্ছে…
আমিই অন্তিম মানুষ।
ভুলে থেকে গেছি 
পরিত্যক্ত এই প্রসাদে
 
 
খিদা তৃষ্ণা নিয়ে 
কবিতায় কী-ই-বা বলব
 
 
১০ 
অথবা তুমি থেকে যাও 
অদ্ভুত এই গোল।
 
 
ক্রমশ মিশে যাই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত