Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

ইরাবতী উৎসব সংখ্যা কবিতা: শরৎ সিরিজ । সাদাত সায়েম

Reading Time: < 1 minute
কাশফুলহীন শরৎ
 
না, এই শরতে আমাদের নতুন কোন খবর
নেই। পেতে রাখা বঁড়শি ছুঁয়েও দেখেনি
রূপালি মীন; মন নদীর পাড়ে ফুটেনি
কাশফুল; যতদূর চোখ যায় শুধু শান্ত স্থির
জলরেখা। তারই বুক ছুঁয়ে ছুঁয়ে দিব্যি ভেসে
যাচ্ছে যাযাবর মেঘ, গায়ে শুধু লেগে আছে
গতজন্মের গুচ্ছ গুচ্ছ শুভ্র কথকতা।
আগামী শরতে ফুটবে তো কিছু কাশফুল?
এই আশা বুকে-পুষে কন্যা জলে নামলে
সেতুর উপর বাসটা থমকে দাড়ায় – মুহূর্ত
কয়েক – যাত্রীরা দিবানিদ্রায় মশগুল।
 
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
 
 
 
 
শরতের পদাবলী
 
শুনেছি, শরৎ দেখতে শহরের লোকেরা
লং-ড্রাইভে গিয়েছিল। দেখেছে
কাশফুল, মৃদু-মন্দ হাওয়া, নদীর ক্ষীণধারা;
ফিরতি-পথে ফেইসবুকে ছবি পোস্টও দিয়েছে।
২.
ব্রহ্মপুত্রের পাড়ে অবশ্য শরৎ এসেছে
জল-মেয়ের রূপ ধরে, বিগত বর্ষার গল্পের ঝাঁপি নিয়ে।
ঝাঁপি খুলতেই কাশের বনে বনে নাচন উঠেছে।
ভেসে পড়বে কী সবকিছু আকাশে সাদা মেঘ হয়ে!
জল-মেয়ে = বেদের মেয়ে
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
 
তবুও শরৎ আসে
 
তবুও শরৎ আসে
শাপগ্রস্ত এই শহরে
দুরন্ত বর্ষার স্মৃতি বুকে নিয়ে
পড়ে থাকে বেসামাল ফুটপাত
বাড়ির আঙিনা, জানালা-কপাট
আমাদের একখন্ড আকাশে
তবুও কাশরঙা মেঘেরা ভাসে
জীবনের কোন্ আহলাদে?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>