Categories
বৃষ্টিরানী
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
বৃষ্টিরানী বৃষ্টিরানী
কেন এমন ঝরো
সারাটা দিন সারাটা রাত
মাটির বুকে পড়ো!
ঝরতে তোমার ভালোই লাগে
মাটির ভালোবাসায়
সোঁদা মাটির মেঠো ঘ্রাণে
নবান্নেরই আশায়!
কিন্তু জানো চাল উড়েছে
ভীষণ ভয়াল ঝড়ে
পথের ধারেই থাকি মোরা
লতা-পাতার ঘরে!
তোমার ধারা জীবন আনে
হাসি ফোটায় মুখে
কিন্তু মোরা ভিজেই মরি
তোমার স্রোতের বুকে!
তাইতো বলি বৃষ্টিরানী
মোদের কথাও ভাবো
এই আকালে গৃহহারা
আমরা কোথায় যাবো!
