রাজির বাজিমাত

Reading Time: < 1 minute

 

শনিবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও গার্ডেনে অনুষ্ঠিত হল ফ্লিম ফেয়ার অ্যাওয়ার্ড ২০১৯। সেরা ছবির শিরোপা পেল মেঘনা গুলজারের ছবি রাজি।  ছবির প্রেক্ষাপট ছিল ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ। ভারতীয় গুপ্তচরের ভুমিকায় দেখা গিয়েছে আলিয়াকে। নিঁখুত অভিনয় প্রতিভার প্রকাশ ঘটানোর স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্বের খেতাব পেয়েছেন আলিয়া। এছাড়াও সেরা পরিচালক, আবহ সঙ্গীত এবং গানের কথার জন্য রাজির ঝুলিতে এসেছে আরও একগুচ্ছ পুরস্কার।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে একগুচ্ছ পুরস্কার ছিনিয়ে নিয়েছে সঞ্জয় লীলা বানসালির পদ্মাবত সিনেমাটিও। সুলতান আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের দৌলতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। একই সঙ্গে সঞ্জু ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে শ্রীদেবীকে।

ছবিঃ সংগৃহিত

একনজরে ফ্লিম ফেয়ার অ্যাওয়ার্ড ২০১৯ 


সেরা ছবি: রাজি

সমালোচক শ্রেষ্ঠ চলচ্চিত্র : অন্ধাধুন

সেরা অভিনেতা : রণবীর কাপুর

সমালোচকের চোখে সেরা অভিনেতা : আয়ুষ্মান খুরানা

সমালোচকের চোখে সেরা অভিনেতা: রণবীর সিং

সেরা অভিনেত্রী : আলিয়া ভাট

সমালোচকের চোখে সেরা অভিনেত্রী : নীনা গুপ্তা।

সেরা পরিচালক: মেঘনা গুলজার

পার্শচরিত্রে সেরা অভিনেতা : গাজরাজ রাও ও ভিকি কৌশল

পার্শচরিত্রে সেরা অভিনেত্রী : সুরেখা সিক্রি

সেরা সঙ্গীত : অ্যালবাম সঞ্জয় লীলা বানসালির পদ্মাবত

সেরা লিরিক্স : রাজি ছবির ‘এ বতান’

সেরা গায়ক: অরিজিৎ সিং

সেরা গায়িকা : পদ্মাবত ছবির ‘ঘুমর’ গানের জন্য শ্রেয়া ঘোষাল

লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে শ্রীদেবীকে।

 

সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>