| 27 জানুয়ারি 2025
Categories
কবিতা সাহিত্য

সাজ্জাদ সাঈফের তিনটি গদ্যকবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

 

মিথ্যুক
 
 
গল্পের ভিতর হতে হাত নাড়ে মিথ্যা বলা লোকটি।
তারপর ঘামতে শুরু করে পাঠক, এর বেশি ফ্যান্টাসি তাকে মানায়?
 
আমরা সন্তুষ্টি নিয়ে খুব ভালো ঘুমাচ্ছি
ব্রিজে হেলান দিয়ে হাওয়া খাচ্ছি ঈদ করছি
দোলে মাখছি আবির আর ইতিহাস থেকে 
লাল পতাকার দিকে উড়ে যাচ্ছে সূর্যোদয়ের দৃশ্য!
মুক্তি ও মনস্তাপ, শ্রমিক ও আভিজাত্যের মাঝে 
দাঁড়িয়ে যাচ্ছে উচ্চকন্ঠ কলম।
 
গল্পের মানুষগুলি কি সহজে একে অন্যের ভাই খেলছে, বোন সাজছে, শূন্যতা ঢেকে রাখছে বুকে আগলে;
 
আমরা সবকিছুকেই আড়চোখে দেখি, সবাইকে খোলামনে সন্দেহ করি, আর যারা কিছু গাছপালা আঁকতে শিখেছি, যারা কিছু শহীদের উঁচানো বজ্রমুষ্ঠি আঁকা শিখেছি, শৈশবে, জীবনভর সেই তারা শুধু বুকের ভিতরকার কলম আর আগুনের প্রজ্বলন ছাইচাপা দিতে দিতে গণভবনের দিকে কি সুন্দর মাথা নিচু করে হাঁটছি বাবা!
 
 
 
 
 
 
ফ্যাসিবাদ
 
সব কথা আজ সুদৃশ্য প্যাকেটে মুড়িয়ে নিয়ে 
বিক্রি করছে মানুষজন, যাকে বলে জবান বেচে খাওয়া।
 
এক একটা গোল বারান্দায় আমাদের দেখা হয়ে যাবে প্রায়; 
যাদের নিকট ধান মানে ছবি আমরা সেই কাকতাড়ুয়ার ভিতর ঢুকে যাব দুইজনে একদিন।
 
আসলে বাস্তুহারাদের সাথে এতই মিশে গেছি উপন্যাসে, শাহবাগ মোড়ে, সুবিল স্কুলে, বুঝে গেছি তাদের মাথার ওপর ছাদ কোনো প্রকল্প নয় কল্পনামাত্র, অতএব নদী ও নগরীর মাঝামাঝি ব্রিজ পৃথিবীর মূল সত্য নয়; জনমানসের এতসব জরাক্রমে ডাকছি তোমাকে ববি, জ্যোতি ও জড়ুলসহ চলে আসো লৌকিকতা ছেড়ে!
 
আমাদের পতাকা ওড়াতে হবে পায়রার ঝাঁকের মতন; সমস্ত গোল চত্বর লাল আর চারদিকে সবুজ শ্লোগান; আমাদের হেঁটে যেতে হবে আয়ুর বাগান জুড়ে, মানুষজন্মে প্রেমই উপায়, চলো আমরা প্রেমে পড়ে যাই!
 
লাজুক মফস্বলে, সুগোল হাসির টোলে, প্রেমে পড়ে ঝ’রে যাক যাবতীয় ফ্যাসিবাদ!
 
 

আরো পড়ুন: সাজ্জাদ সাঈফের একগুচ্ছ কবিতা
 
 
কিসের দম্ভ তোমার
 
 
সমাজের ছুরি হতে দূরে দূরে থেকে গিয়ে আমার গানেরা জাগে 
বাঁশরি আলোর নিচে, উজ্জ্বলতর সব চঞ্চল সুরে; 
 
হৃদয়ে বেঞ্চি পেতে যাকেই বসতে দিই
সে-ই রেখে যায় ছোবলের দাগ, কৃষ্ণপক্ষ রাত!
 
যেভাবে হাঁটছো একা
সঙ্ঘেরা কানাকানি করে
তারা চায় অন্ধই থাকো তুমি আর 
সামাজিক উদগ্রতা যেমনি চলছে চলুক। 
 
আজকেও সিনা টান করে সমাজকে ভেংচি কেটেছো?
কি চাও বলো তো ভায়া, কিসের দম্ভ তোমার?
 
আহামরি কি আর ফলবে এসব শব্দবিন্যাসে?
কবিতাশাস্ত্র ঘেটে একটা জীবন!
error: সর্বসত্ব সংরক্ষিত