অবশেষে লতা মঙ্গেশকরের মুখে রানু মণ্ডলের নাম
বলিউডে একের পর এক রেকর্ডিং করছেন রানু মণ্ডল। ইতিমধ্যেই তিনটে গান গাওয়া হয়ে গিয়েছে রানাঘাটের ভাইরাল গায়িকার। অধিকাংশই তাঁকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করছেন। তবে খোদ লতা মঙ্গেশকর কী মনে করছেন?
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ এক প্রতিবেদনে জানিয়েছে, অবশেষে রানু মণ্ডলকে নিয়ে মুখ খুলেছেন লতা মঙ্গেশকর।
বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে রানু প্রসঙ্গে লতা বলেছেন, ‘যদি কেউ আমার নাম থেকে লাভবান হয়, কাজ পায়; তবে নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
‘কিন্তু আমি মনে করি, অনুকরণ শিল্প নয় আর তা দীর্ঘস্থায়ী হতে পারে না। বহু উঠতি গায়ক আমার বা কিশোরদা (কুমার) বা (মোহাম্মদ) রফি সাহেব বা মুকেশ ভাইয়া বা আশার (ভোঁসলে) গান গেয়ে সাময়িকভাবে মনোযোগ কেড়েছে; কিন্তু শেষ পর্যন্ত টেকেনি,’ যোগ করেন লতা।
প্রসঙ্গত, নদিয়ার রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি গেয়েই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যান রানু মণ্ডল। সেই গান ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে গান রেকর্ডের আমন্ত্রণ পেয়েছেন রানাঘাটের রানু।
