সেই রাসেল। আবারও রাসেল। চার-চারটি ম্যাচ হারের পর বিরাট কোহালির জয়ের শত চেষ্টাকেও কার্যত হেলায় হারিয়ে দিলেন কলকাতার আন্দ্রে রাসেল। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর বাহিনী নাইটদের সামনে ২০৫ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই ২০৬ রান করে ফেলে দীনেশ কার্তিকের দল। আর এই ম্যাচ জয়ের কৃতিত্বের সিকিভাগটাই নিয়ে নেবেন আন্দ্রে রাসেল।
রাসেলের ব্যাট থেকে এ দিন উঠে এসেছে ৪৮ রান। মাত্র ১৩ বলে রাসেল এই ৪৮ রান করেছেন। মেরেছেন সাতটি ছয় এবং একটি চার। অর্থাৎ সিঙ্গেল রান নিয়েছেন মাত্র দুটি। নট আউটও থেকে গিয়েছেন নাইটদের জয়ের নায়ক।
শুরুটা ভালই করেছিলেন দীনেশ কার্তিকের দলের কাণ্ডারীরা। রানও এগিয়ে চলেছিল ঝড়ের গতিতে। কিন্তু আজকে যে রানের পাহাড় নাইটদের সামনে হাজির করেছিল বিরাট বাহিনী, তাতে কিছুটা ধরাশায়ী হয়ে গিয়েছিলেন নাইট ভক্তরা। তবে রাসেলের প্রতি তাঁদের ভালবাসা যে বৃথা যাবে না তা আরও এক বার প্রমাণ করে দিলেন আন্দ্রে রাসেল।