| 26 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

রেজাউদ্দিন স্টালিনের যুগল কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

পিতা

পৃথিবীর প্রথম মানুষ নারী না পুরুষ
পুরুষই প্রথম নাকি প্রকৃতির পিতা 
র্ধমগ্রন্থ আদমের সর্মথনে থিতু
যশিু ঈশ্বরের পুত্র আত্মস্বীকৃত

আমি যাকে পিতা জানি পরিচয় দিই
প্রতিটি সনদে যার আঙুলের ছাপ
যার সম্পদের প্রতি তীব্র অধিকার
আমার আদলে যার জন্মের আঘাত
বিজ্ঞান তাকেও প্রশ্নবাণে বিক্ষত করে

একুশ শতকে মানুষ একাই মানুষ
তার কোনো ঔরস জন্মদাতা নেই
পুরুষ কি আনুভূমিক ঈশ্বরের ছায়া
তাহলে আমার আর বংশঋণ কেনো
আমি যদি যিশুর প্রতিধ্বনি তবে
ঈশ্বরের সব সম্পদের ভাগ দিতে হবে
পৃথিবীর প্রতিটি পুরুষ যদি পিতা
আমিও পিতার বৃষ্টি র্দীঘ রঙধনু

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

ব্যবচ্ছেদ

কৈশোরে যে চোখ ছিলো স্বচ্ছতোয়া নদী
তা’ ভরে উঠেছে আবর্জনায়
নেতা অভিনেতা আমলার উচ্ছিষ্ট
কৈশোরের স্মৃতি বাঁচিয়েছে অন্ধত্ব থেকে
বর্তমান ব্যবচ্ছেদ করে বেরিয়ে আসে শৈশবের স্কুল

সবুজ নদী গলা বাড়িয়ে ডাকে
সবুজ আকাশ মাথায় হাত বুলিয়ে দেয়
সবুজ দুপুর এগিয়ে দেয় ঠান্ডা পানি
আর ঝড়ের রাতে নীল নক্ষত্র ঝরে পড়ে
টুকরো টুকরো ঘটনা জুড়ে
পৌঁছুতে হয় তারুণ্যে
খেজুর রসের খোঁজে কতবার তাকিয়েছি শীতের দিগন্তে
যেখানে বসে আছে
স্কুলের সাদা ড্রেস পরে শত শত বক

কতদিন কাকের বৈদিক বচন শুনিনা
হঠাৎ দূরে অসীম নৈঃশব্দ ভেঙে
জেগে উঠছে সন্তানহারা ঘুঘুর কান্না
হেলিকপ্টার নিচের দিকে তাকিয়ে চক্কর দিচ্ছে
মনে পড়ছে মাছরাঙার কথা

এই নগরে আবেগ বদল করে বাঁচতে হয়
উপবাস আর ভোজন ভরা চোখ
শুনতে হয় শয়তানের আশীর্বাদ
স্মৃতি এক নীরব ঘাতক
তবু নরক থেকে বাঁচতে
তার হাতে ধরা দিই বার বার

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত