Categories
ঘুমপাড়ানি গান
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট ![সালাম ফারুক]()
চাঁদ মামা চাঁদ মামা ও মামা চাঁদ,
তোমাকে না দেখলে আমার
ঘুম হয়ে যায় বাদ।
চাঁদ মামা চাঁদ মামা ও মামা চাঁদ,
জোছনা দিয়ে বিছিয়েছ
কেমন মায়ার ফাঁদ?
চাঁদ মামা চাঁদ মামা ও মামা চাঁদ,
তোমার কোলে ঘুমোতে যে
মনে বড় সাধ।
চাঁদ মামা চাঁদ মামা ও মামা চাঁদ,
আমার ঘরে আসো তুমি
দাও সরিয়ে ছাদ।
চাঁদ মামা চাঁদ মামা ও মামা চাঁদ,
শুনছ না যে কেন তুমি
আমার আর্তনাদ?
![সালাম ফারুক](https://irabotee.com/wp-content/uploads/2020/08/salam-150x150.jpg)