Categories
ছড়া হোক
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
ছড়া হোক সুবাসিত নানারঙ ফুল দিয়ে
ছড়া হোক কলতানে নদী আর কূল দিয়ে।
ছড়া হোক পাখিদের সুমধুর গান দিয়ে
ছড়া হোক দেশ নিয়ে পতাকার মান দিয়ে।
ছড়া হোক মা’কে নিয়ে মমতার ঘ্রাণ দিয়ে
ছড়া হোক গাঁকে নিয়ে সবুজের প্রাণ দিয়ে।
ছড়া হোক পতাকার বৃত্তের লাল দিয়ে
ছড়া হোক বিজয়ের যুদ্ধের সাল দিয়ে।
ছড়া হোক শহিদের রক্তের দাম দিয়ে
ছড়া হোক মজুরের শরীরের ঘাম দিয়ে।
ছড়া হোক শিশুদের খেলাধুলা বল দিয়ে
ছড়া হোক ঋতু নিয়ে মেঘ রোদ জল দিয়ে।
ছড়া হোক সাম্যের প্রগতির কথা দিয়ে
ছড়া হোক আলোকিত সত্যের প্রথা দিয়ে।
এইসব ছড়া লিখে ভালোবাসা পাবে তুমি
সকলের আদরের কবি হয়ে যাবে তুমি।
ছড়াকার