নিঃসঙ্গতা
গভীর রাতে কোন কোন বাড়ির দরজা খুলে যায়
শুয়ে শুয়ে শুনতে পাই আমি
মনে হয়— কে যেন বাইরে বেরোবে
অথচ দরজা মানে শুধু বাইরে বেরিয়ে যাওয়া নয়
বাইরে থেকে ভেতরে ঢোকাও
এই গভীর রাতে কে কাকে ঢুকতে দেবে ঘরে!
নাকি বেরিয়েই যাবে কেউ?
এই অন্ধকারের ঢেউ— পেরিয়ে
চলে যাবে দূরে— ব্যথার সমুদ্দুরে…
তোমার মুখটি ম্লান
চন্দ্র ভেঙে হয়েছে খানখান
তারই ধুলোয় শাদা মুখটি ম্লান—
ভেসে ওঠে— যেমন দূরের গান
গা ছমছম শিউলী ফুলের ঘ্রাণ
আড়াল ভেঙে চাইছে পরিত্রাণ
ভুত দেখিনি তবু কেমন গভীর শিহরণে
শিড়দারাতে গড়িয়ে নামে ভয়—
গড়িয়ে গড়িয়ে নামলো এসে মনে।
তিরশুল-১
১
আমলার সঙ্গে তান্ত্রিকতার একটা সম্পর্ক আছে
যেখানে তন্ত্র-মন্ত্রের সাধন হয়, ভজন হয় ক্ষমতার
২
বিকল্প ভাবতে হবে আমাদের
এর কোন বিকল্প নেই
৩
‘কোন মন্তব্য নেই’ বলেও
একটি মন্তব্য করে ফেলা যায়
যা সাধারণ মন্তব্যের চেয়েও ক্ষিপ্ত হতে পারে
তিরশুল-২
১
জীবাণু অস্ত্র জীবাণু ধ্বংস করতে পারে না
২
মৃত্যু-জরিপে নির্ভর করে করোনা এসে জানিয়ে গেলো
ঈশ্বর এখন আর ভদ্রপল্লিতে থাকে না
সে তাকে বস্তিতে, পথের ধারে—পলিথিনের ছাদনাতলায়
৩
জয়, প্রযুক্তির জয়—
এখানে শর্ত সাপেক্ষে মিনিট বিক্রি হয়
শ্বাসকষ্ট
ধরো, এরকম হলো—
দীর্ঘশ্বাসের ওপর বিধিনিষেধ আরোপ করলো সরকার
কারণ, তাতে অতিরিক্ত কার্বন-ডাই অক্সাইড নিঃসরিত হয়
তখন কী করবো আমরা?
কথারা বাধাপ্রাপ্ত হলে, বিষবাষ্পের মতো
বুক ভেঙে বেড়িয়ে আসে দীর্ঘশ্বাস
বলতে না পারার শ্বাসকষ্ট থেকে বাঁচতে
ওইটুকুই যে আমাদের শেষ ভরসা!
ওয়েব সিরিজ
আমিও একটা নাটক বানাবো
সবার সামনে ক্যামেরা শানাবো
যারা বলছে—গেলো গেলো… এ জঘণ্য শ্লীলতাহানি—
ওয়েবে রাখা নাটকখানি!
তাদের জন্যই বানাবো
তারা যা জানে না, জানতে চায় না—আওয়াজ তুলে তা জানাবো
রাজার যে অনাচার—জনতা ধুন্ধুমার
প্রকাশ্যে দিবালোকে চলছে,
ওয়াজি হিংস্রতা—ইমামী বলাৎকার
ধর্মকে ভীতি করে তুলছে
অশ্লীল এর চেয়েও আছে কি বেশি আর?
কালো টাকা শাদা হয়, সততা মূর্ছা যায়
অনাহারে মরে যারা ফসল ফলায়—
এর চেয়ে কী অশ্লীল আছে আর?
নাটকের ভেতরে এগুলোই শেখাবো
চোখে আঙুল দিয়ে বার বার দেখাবো
সন্ধ্যার অনুভূতি
এই অজপাড়া শহরে
প্রতিদিন
কালো টাকার মতো সন্ধ্যা নেমে আসে
আমি তার বিষণ্ন ছায়ায় ডুবে যেতে যেতে
জীবনানন্দের দেশে চলে যাই…
যেখানে ছোপ ছোপ কালো রক্তের মতো জমাট অন্ধকারে
লক্ষ্মীপেঁচার চোখ থেকে
ঠিকরে বেরিয়ে আসে এক অদ্ভুত আলো
![রিঙকু অনিমিখ](https://irabotee.com/wp-content/uploads/2020/07/rinku-150x150.jpg)
কবি, লেখক, চিত্রশিল্পী