আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আজ ২৫ আগষ্ট কবি রোশনি ইসলামের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
স্পন্দন
আকাশ মাটি মিলেমিশে
অভয়ারণ্য।
সকাল থেকে রাত
কণ্ঠস্বর হৃৎস্পন্দন
মাথা ছোঁয়
প্রাচীন বটবৃক্ষ…
তরী
এসো বুদবুদ অনন্ত দিগন্ত ছুঁয়ে
খেলা করি।
পাহাড় সবুজ-বৃষ্টি আর
ছায়ার লুকোচুরি —-
সানডায়াল সময়ের তরী
ঈগলের ডানা
অনুসন্ধান
বাতাস এলোমেলো
কাপাসতুলোর ওড়াউড়ি
দুপুরের খাবার খাওয়ার পর
ঘুরে বেড়াচ্ছি
হাঁসের দল এখনো
পুকুর থেকে উঠেনি
অদ্ভুত পুরাণের দেশ
জলের উপরে একপাশে
কচুরিপানা
তার উপরে
কয়েকটা উজ্জ্বল ফড়িং…
ছুঁয়ে দেখছি
সারি সারি নারকেল গাছ
দুপুরের ছায়ায় বন-জঙ্গল
কুবোপাখির ডাক
আমি আর আমার ভাই
গন্ধরাজ লেবুর গাছ
টুনটুনির বাসা
ছুঁয়ে দেখছি
দোলা
মৃদুমন্দ বাতাস ––––
উড়িয়ে নিয়ে যাচ্ছে
পোশাক, কিছুটা মন-ও।
নতুন ভোর
নদীর বালুচর
হারিয়ে যাচ্ছে বিষন্নতা।
প্রেম-সাগরে দোলা
যুদ্ধ-যুদ্ধ খেলা…
ঝরে পড়ছে মধু ও গরল
চ্যালেঞ্জ
ভেজা ঘাসের জমি
শুনছি শুধু শুনছি
চ্যালেঞ্জ জয়-পরাজয়
তোমার চরণ ধূলি
অভিনন্দিত স্পর্শ –––
দ্রুত সরে সরে যাচ্ছে
ঘনঘোর মেঘ-বর্ষণ।
রঙিন
ঘাসের ভেতর
অদ্ভুত হলুদ রোদ
ছড়িয়ে পড়ছে।
ফুলের কুঁড়ির আকুল
উদ্ভাস –––
পাতাবাহার রঙিন পাতায়।
উষ্ণ অথচ নরম
হাওয়ার মাখামাখি।
বসন্ত এসে গেছে…