ভাষা সংসদের বই রূপকথার রাজকন্যারা

Reading Time: < 1 minute

রূপকথার রাজকন্যারা পড়ে মুগ্ধতায় বুঁদ হয়ে থাকতে হবে। তাঁর অনন্য স্টাইল, মানুষকে – বিশেষ করে নারীকে দেখার তাঁর গভীর মায়াময় বোধ চমকিত করে। মোট এগারটি ছোট গল্প । প্রত্যেকটি গল্পর বিষয়, পরিবেশন স্বতন্ত্র । বিশেষ ভাবে উল্লখযোগ্য ‘অবলার গল্প’ ‘লিপস্টিক’ ‘সাপ’ ‘আলেয়া’ ! ‘এক যে ছিল কন্যা’ আর ‘কড়িবর্গা’ ফেলে আসা সময়ের আভিজাত্য, গার্হস্থ্য, সম্পর্কের নৈকট্য – মনকে এক নস্টালজিক অতীতে নিয়ে যায় বারবার ।

এই বইটি আপনি দেজ, ধ্যানবিন্দু , বই চিত্র ও ভাষা সংসদের অফিসের নিজস্ব আউটলেট পেয়ে যাবেন।
এছাড়াও অনলাইন এ পাবেন : https://boighar.in/product/rupkathar-rajkanyara/

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>