আজ ২২ অক্টোবর কবি সৈকত শী’র জন্মতিথি। ইরাবতী পরিবার কবিকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
একটা ছাত্রাবাস
বন্দি অনেক স্বপ্নেরা
লো ভোল্টেজে বাল্ব জ্বলে
বেলা শেষের চিংড়ি মাছ রঙআমার শ্রী হীন ঘর
আমার নিজের মত
চোখের ঠুনকো স্বপ্ন
নোনা দেওয়াল বালি ঝরে পড়ে
চারপাশে দেখি নানা মুখ
রং করা দেওয়ালের মত
নদী তুমি ভাসিয়ে নিয়ে চল
সময়ের কাল বয়ে নাবিক হতে চাই