| 26 এপ্রিল 2024
Categories
গদ্য সাহিত্য

আমি কেন সম্পাদক

আনুমানিক পঠনকাল: 5 মিনিট

ছোটো বেলায় একটা গল্প পড়েছিলাম। এক দাঁড়কাক পাখি সমাজে নিজের সম্মান বাড়াবার জন্য ময়ূরের পালক গুঁজে ময়ূর হবার চেষ্টা করে ধরা পড়ে গেছিল। এই গল্পটার নীতিকথায় বলা হয়েছিল যে যা তাকে তাই নিয়েই সুখি থাকতে হয় ।আমি বোধহয় এই নীতি কথার মানে বুঝে উঠতে পারিনি ।তাই কলেজের চাকরি ছেড়ে হঠাৎ করেই এমন এক কাজ করতে শুরু করলাম যে ফায়ারিং স্কোয়্যারের সামনে দাঁড়িয়ে আজ আমায় এই লেখাটি লিখতে হচ্ছে এবং প্রতিপদে অনুভব করছি আমাদের পূর্বপুরুষদের সাবধান বাণী।

লেখার আগে সম্পাদক শব্দটার মানে দেখতে গিয়ে বেশ ঘাবড়ে গেলাম।কি গুরুগম্ভীর বিষয় রে বাবা! অক্সফোর্ড ডিকসিনারিতে দেখা যাচ্ছে,ল্যাটিন শব্দ এডিটর কথাটির উৎপত্তি ১৭শতকের মধ্যভাগে এডেরা থেকে। ডেফিনেসনে বলা হচ্ছে     ‘a person who is in charge of and determines the final content of a newspaper ,magazine ,or multi-author book’ এছাড়াও আর ব্যাখ্যা দেওয়া আছে এই বিষয়ে ।

দেখে অনেকক্ষন চুপ করে বসে থাকলাম ।হে ভগবান! আমি কি করেছি ! এমন এক দায়িত্বপূর্ণ কাজ আর আমি কিনা দিব্বি নিজেকে একটি বিশেষ ধরনের পত্রিকার সম্পাদক হিসেবে বড়াই করে চলেছি বিগত পাঁচ বছর ধরে  ! তখন স্বামিজীর দিকে তাকালাম।তিনি বললেন , ‘strength is life, weakness is death’ আমি একটু সাহস পেলাম কিছু বাক্য এই বিষয়ে লেখার ।

এই গল্পের শুরু আমার জন্মের আরো আগে।ঘটনা চক্রে কি ভাবে আমি এই কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে বাধ্য হলাম সম্পূর্ণ অন্য পথের পথিক হয়েও সেটা বোঝানোর জন্যআমার বাবা শ্রী বৈশম্পায়ন ঘোষাল উনিশ বছর বয়সে ভারত ভ্রমণে বেড়িয়েছিলেন সন্ন্যাসী হবার বাসনায়ঘুরতে ঘুরতে তিনি পৌঁছন কেরলে।সেখানে মাথায় টুকরি কাঁধে বড় ঝোলা নেওয়া এক মহিলাকে স্থানীয় এক স্কুলের ঠিকানা জিজ্ঞেস করেন ইংরেজিতে, বাবার সেই জিজ্ঞাসায় ছিল ইংরেজি জানার অহঙ্কার। মহিলা বাবাকে ঈশারায় ঠিকানা বুঝিয়ে দেন ।বাবা স্কুলে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করেন সেই টুকরি মাথার মহিলা সেই স্কুলের প্রধান শিক্ষিকা।তিনি বাবাকে বলেন ,সারা বিশ্বে শুধু একটাই ভাষা নেই। অনেক ভাষা।আমরা নিজের দেশের ভাষা –সংস্কৃতি না জেনেই শুধুমাত্র একটি বা দুটি ভাষা জেনে অহংকার দেখাই।এরপর তিনি বাবাকে রবীন্দ্রনাথ-নজরুল-শরৎ চন্দ্র- তারাশঙ্কর –বিভূতি –মানিকের বিভিন্ন লেখার উল্লেখ করে বলেন -বাবা কোন কোন কেরালীয়ান ,মালায়লম ,তামিল ,কন্নড় সাহিত্য পড়েছেন।বাবা এবার মাথা নিচু করে জানান সে ভাবে তিনি কিছুই জানেন না।অথচ বিদেশি সাহিত্য তাঁর অনেকটাই জানা।সেদিনই তিনি অনুভব করেন বিভিন্ন ভাষার মেলবন্ধন ঘটাতে গেলে এমন কিছু কাজ করা দরকার যাতে স্বদেশ ও বিদেশের সাহিত্য –সংস্কৃতিকে চেনা যায়।আর তা একমাত্র সম্ভব অনুবাদের মাধ্যমেই । এরপর কেটে যায় দীর্ঘদিন। তিনি সংসারী হতে বাধ্য হন। এবং কর্মসূত্রে কলকাতায়  চলে আসেন। মাথার মধ্যে তখনো কিন্তু সেই ভাবনাটা ঘুরছিল। তখন তিনি যোগাযোগ করেন অন্নদাশঙ্কর রায় মহাশয়ের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনার জন্য ।শেষ অবধি ১৯৭৫ সালের ২৬ শে জানুয়ারি বাবার নেতৃত্বে, স্বরাজ ব্রত সেনগুপ্তের সঙ্গে যৌথ সম্পাদনায় অনুবাদ পত্রিকার জন্ম হয় যা উত্তরাধিকার সূত্রে আমি বহন করে চলেছি সাহিত্য কিছু না বুঝেও ।

ছোটোবেলায় সম্পাদক কাকে বলে বুঝিনি । বাড়িতে  যে সব সাহিত্যিক আসতেন তাদের কাছে শুনতাম বাবা নাকি সম্পাদক !সেটা কি জিনিস তা নিয়ে মাথা ব্যথা ছিল না।যদিও বই পড়তাম অনেক ।কিন্তু অনুবাদ পত্রিকা পড়িনি সে ভাবে কখনো। তখনো বিদেশি সাহিত্য কিছু পড়লেও ভারতীয় অন্য ভাষার সাহিত্য কিছুই জানিনা।বাড়িতে যারা আসেন শুধু তাদের নামই শুনি।আসলে  বাবার সাহিত্যিক – অনুবাদক সঙ্গীরা আসতেন ট্রিভোলী পার্কে বাবার ঘনিষ্ঠ বন্ধু সঞ্জন সেনের বাড়িতে। সেখানে আমরা খুব একটা যেতাম না।কিন্তু বাবা পশ্চিমবঙ্গের যেখানেই সেমিনার,ওয়ার্কসপ হতো  অনুবাদ পত্রিকাকে কেন্দ্র করে সেখানেই আমাকে নিয়ে যেতেন।যদিও প্রথম অংশটুকু ছাড়া আমার দেখতে ভালো লাগত না।আমি সেখান থেকে উঠে এসে আশেপাশে ঘুরে বেড়াতাম ।তারপর সব মিটলে বাবা যখন আমার খোঁজ করতেন তখন শেষ আসনে গিয়ে চুপি চুপি বসে পড়তাম। আসলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হত সেগুলো নেহাতই নিরস লাগত আমার।সে তুলনায় আমার মেজবোন অনেক বেশি উৎসাহিত ছিল এসব আলোচনায় ।তাই তখন অনেকেই ভাবতেন পরবর্তী সম্পাদক হয়তো সেই হবে।

না।মানুষ ভাবে এক,হয় আরেক।বাবা মাত্র ১৫ বছর সম্পাদনা করলেন ,তারপর নিজেকে গুটিয়ে নিলেন বাইরের পৃথিবী থেকে।মগ্ন হলেন আধ্যাত্মিক সাধনায় ।পত্রিকার ভার নিলেন বাবার অফিস স্টাফেরা।কিন্তু তা ক্রমশ নিম্নমানের হয়ে উঠল। ত্রৈমাসিক- দ্বি মাসিক – মাসিক থেকে এখন মাত্র বছরে একটি মাত্র সংখ্যা প্রকাশিত হতে লাগল ,তাও তা কেবল অফিস ঘরেই ডাম্প হচ্ছিল। এই রকম অবস্থা যখন চলছে তখন আমি ইতিহাসে এম এর পর লাইব্রেরি সায়েন্স শেষ করে একটি কলেজে টেম্পোরারি ভাবে পড়াতে ঢুকলাম ।তখন পত্রিকা সামলাচ্ছেন  কালিপদ দাস , কবি অনুরাধা দি, আর অফিসের পুরোনো স্টাফেরাই। আর বাবার অফিস ঘরটিতে আমার স্বামী সনাতন তাঁর চেম্বার করছেন ।তখনও আমার এ বিষয় নিয়ে কোন উৎসাহ নেই।একদিন সেখানে একটা জরুরি কাজে গেলাম।তখন সনাতন বললেন ,এত কিছু করে বেরাচ্ছ আর বাবার স্বপ্নের পত্রিকার ভগ্নদশা ,তাকে স্বমহিমায় ফেরাতে পারছ না?একটা ভালো কাজ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে,আর মেয়ে হয়ে কোন দায়ভার নিচ্ছ না।মনটা খারাপ হয়ে গেল।দেখলাম পাশের ঘরে অবহেলায় পরে বাবার সাধের পত্রিকা ।তখন মাত্র ১০০ কপি প্রকাশিত হচ্ছে তাও বিজ্ঞাপন ছাড়া বাবার দেওয়া টাকাতেই আর তা অফিস ঘরেই রাখা আছে ।

ভগ্ন মন নিয়ে বাড়ি ফিরে বাবার কাছে গেলাম।বললাম আমি পত্রিকাটা নতুন করে চালাতে চাই।অনুমতি দাও।বাবা বললেন সফল হও ।পরদিন থেকে নিয়মিত অফিস যেতে শুরু করলাম ।সালটা ২০০৩।অনুরাধাদি কি ভাবে লেখা আনেন দেখলাম।যদিও  সেই সময় থেকে ২০০৯ অবধি আমি সহকারী সম্পাদক হিসেবেই অনুরাধাদির সঙ্গে কাজ করেছি ।সম্পাদনা ও লেখা সংগ্রহের দায়িত্বভার সামলেছেন দিদিই।আমি কেবল জোর দিয়েছি বিজ্ঞাপণ ও প্রচারে । সে ভাবে তখনো পত্রিকার ভিতরে ঢুকিনি।কিন্তু ততদিনে আমার সঙ্গে অনুবাদ সাহিত্যের বিভিন্ন ব্যক্তিত্বর পরিচয় ঘটেছে।পড়ার নেশায় পড়তে শুরু করেছি দেশি বিদেশি সাহিত্য ,এমনকি প্যাপিরাসের প্রকাশক অরিজিৎ কুমারের সাহচর্যে ও উৎসাহে অনুবাদের কাজ ও করতে শুরু করেছি ।এবং অবাক বিস্ময়ে লক্ষ্য করছি সে সব অনুবাদ বিভিন্ন পত্র- পত্রিকায় ছাপাও হচ্ছে।ক্রমশ মনে হচ্ছিল পারছি আমি একটু একটু করে হৃত গৌরব পুনুরুধার করতে ।পত্রিকা নিয়মিত বাজারে যাছে,এবং বিজ্ঞাপনের টাকাতেই সব মেটাতে পারছি ।তখনো কিন্তু মূল সম্পাদনা থেকে দূরেই থেকেছি।

কারন প্রথম যে বিষয়টি আমার মাথায় এসেছিল সেটা ছিল নিজস্ব আয় না হলে কেবল ঘরের টাকায় পত্রিকা বেশিদিন চালানো যাবে না।আর বিজ্ঞাপন পেতে গেলে পত্রিকাকে পৌঁছতে হবে পাঠকের দরবারে এবং তা সম্ভব কেবল বিভিন্ন কিয়স্কে ম্যাগাজিন রেখেই।কিন্তু ক্রমশ বুঝতে পারছিলাম এই কাজটা খুব শক্ত ,কারন পাঠকগোষ্ঠী কেবল ভালো অনুবাদ –ই পড়তে চান,যে যা দিলো ছেপে দিলে তা ক্রমে গুরুত্ব হারায়।কিন্তু এই কাজটি আমার পক্ষে বেশ শক্ত,আরও শক্ত দিদিকে বোঝানো এমন অবস্থায় দিদি অন্য একটি সংস্থায় যোগ দিলেন।এবার শুরু হল আমার একার লড়াই।

বাবা বলতেন , কোনো কাজই শক্ত নয় যদি নিষ্ঠাটা ঠিক থাকে।আমি ধীরে ধীরে নিজেকে গড়তে শুরু করলাম ।আর এ  কাজে আমাকে বিশেষ ভাবে সাহায্য করলেন অরিজিৎ কাকু,আমার প্রিয় ব্যক্তি ভগ্নীপতি স্পন্দন আমি শিখলাম বিজ্ঞাপন, বিপননের পাশাপাশি মন দিতে হবে লেখার মান কি ভাবে আরো বাড়ানো যায় ,কিভাবে নতুনদের এর সঙ্গে যুক্ত করা যায় সেই বিষয়গুলিতে।কারন আমার বিশ্বাস পুরনো বিখ্যাত অনুবাদকদের পাশে নতুনদের কাজ না থাকলে একটি ম্যাগাজিন সম্পূর্ণ হয়ে উঠতে পারেনা।আর ইতিহাস বলছে নতুনরাই সৃষ্টির চালিকাশক্তি।

এভাবেই একটু একটু করে পত্রিকা নতুন কলেবরে সজ্জিত হচ্ছে। এর পাশাপাশি শুরু করেছি প্রকাশনা সংস্থা ভাষা সংসদবাবার প্রেস প্রকাশনা সবই ছিল। কিন্তু নিজে না দেখলে যা হয়! আমি সেগুলোকে আবার নতুন করে শুরু করলাম। তার পিছনেও একটা গল্প আছে। নতুন লেখকদের বই যেসব প্রকাশক করেন তারা এত বেশি টাকা নেন যে সেটা আমাকে খুব বি্ব্রত করছিল। আমি দেখছিলাম ভালো একটা প্রোডাকশান করতে যেটা খরচ হয়, অনেকেই তার দ্বিগুণেরও বেশি নিচ্ছে। সেই সময় সালটা ২০১০, অনুবাদ পত্রিকায় লেখেন সুভাস বসুদা, বললেন, আমি তোমার থেকে একটা বই করতে চাই। আমার যেহেতু কোনো অভিজ্ঞতা ছিল না, সেইহেতু না করে দিলাম। কিন্তু উনি বললেন, এখান থেকেই করবেন। তখন আমি ওনাকে নিয়েই ঘুরে ঘুরে পাতা কেনা, কভারের আলাদা আর্ট পেপার কেনা, প্রচ্ছদ বানানো, ভিতরের লে আউট বানানো এসব শিখতে শুরু করলাম। অবশ্য অরিজিত কাকু সেই পর্বে প্রচুর শিখিয়েছেন। আমি ওনার কাছে দীর্ঘদিন কিভাবে এসব কাজ হয়, হাতে কলমে শিখেছি। এখনো শিখে চলেছি। এখন ভাষা সংসদের বুক লিস্ট বানাতে গিয়ে যখন দেখি সংখ্যাটা প্রায় ৯০ ছাড়িয়ে গেছে, তখন অবাক লাগে।কী করে এত বই হল? তবে অনেক সময় খুব ভালো বই করতে চাইলেও পেরে উঠিনা সামর্থের অভাবে। কিন্তু আমার বিশ্বাস সেটাও পারব ঠিক একদিন। আজ হয়তো অর্থ সমস্যা ভাবচ্ছে, কিন্তু বিশ্বাস করি, ভালো কাজ করতে চাইলে কোনো কিছুই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনা। অনুবাদ পত্রিকা যাতে স্টলে না যেতে পারে, তার জন্য কত বাঁধা এসেছে। সেগুলো দূর করেই এগিয়ে চলেছি।

বাবা বলতেন, মানুষ ইচ্ছেশক্তির জোরে সব পারে। বিবেকানন্দের এই মন্ত্র তিনি আজীবন বিশ্বাস করেছেন। আমিও নিয়ন্ত্রিত রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ আর বাবার দ্বারা। মনে প্রাণে বিশ্বাস করি যা করছি, সেগুলো আসলে তারাই আমাকে দিয়ে করাচ্ছেন। নইলে একদম অন্য বিষয়ের মানুষ হয়ে এইসব কঠিন কাজ আমার পক্ষে করা সম্ভব ছিলনা।

মাঝে মাঝে রাগ হয়, অভিমান হয়, কেন আমি এত কাজ করব, কেন প্রতি মাসে এতগুলো মানুষের বেতনের দায়িত্ব আমাকে নিতে হবে, আমি তো নিজের লেখা নিয়েই থাকতে পারতাম স্বাধীনভাবে, তখন বাবার স্থির উজ্জ্বল চোখগুলো সামনে এসে দাঁড়ায়। মনে করিয়ে দেয়, আমি স্বেচ্ছায় এ দায়িত্ব নিয়েছি। কাজেই এই দায়, এর ভালো মন্দ সব দায়ভার আমার একার। পত্রিকা, প্রকাশনা একটা পরিবার হলেও মূলচালিকা শক্তি একজনকে হতেই হয়।আমি সেটাই হতে চেয়েছি হয়তো। তাই আমার এর থেকে পালাবার পথ নেই। তবে এর বাইরে আজ আমার কোনো অস্তিত্বও নেই। কত অপমান, কত বিদ্রুপ, গ্লানি নিয়ে এই কাজ শুরু করেছিলাম। আজ যখন একটু একটু করে সেসব জবাব দেবার পথ প্রশস্ত হচ্ছে তখন পিছিয়ে যাওয়া মানে হেরে যাওয়া।

বাবা বলতেন, মরার আগে মরে যাওয়া আর হারার আগেই হেরে যাওয়া মানুষ কিছু পারেনা। আজ বাবা নেই, আমি নিজের মনেই বলি, না বাবা, যে দায়ভার আমি স্বেচ্ছায় নিয়েছি তা যতটা সম্ভব পূরণ না করা পর্যন্ত আমার ছুটি নেই। তুমি নিশ্চিন্তে ধ্যান করো। আমি কাজের মধ্যেই খুঁজে নেব তোমাকে।      

   

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত