| 27 জানুয়ারি 2025
Categories
উৎসব সংখ্যা ১৪৩১

উৎসব সংখ্যা: সেবন্তী ঘোষ’র কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

পথ

প্রতিটি পুষ্পের কাছে নত হও,
দেখো ক্ষুদ্র নরম পতাকার মতো
নিজেকে সাজিয়ে রেখেছে তুচ্ছ
যে কোনো পথে ও প্রান্তরে
কোন দলে যাবে,
নাম তুলে নেবে কোন ঝান্ডার
পরোয়া নেই তার!
প্রতিটি পাতার কাছে ঝুঁকে থেকো,
দেখো, গর্বে মটমট
এই স্পর্ধার দুনিয়া থেকে বহু দূর,
ঝরা ফুলের কাছে দু’দণ্ড বসে গেলে
ফের যেন মাতৃ মমতার সেই স্বাদ,
তুমি জানো কোন পথে যেতে চাও তুমি
ভোরের শিশির মাখা অপরাজিতার নীলফুলে
অথবা পচা পাঁক, ম্যানহোল, গরলে আবিলে

error: সর্বসত্ব সংরক্ষিত