উৎসব সংখ্যা: সেবন্তী ঘোষ’র কবিতা
পথ
প্রতিটি পুষ্পের কাছে নত হও,
দেখো ক্ষুদ্র নরম পতাকার মতো
নিজেকে সাজিয়ে রেখেছে তুচ্ছ
যে কোনো পথে ও প্রান্তরে
কোন দলে যাবে,
নাম তুলে নেবে কোন ঝান্ডার
পরোয়া নেই তার!
প্রতিটি পাতার কাছে ঝুঁকে থেকো,
দেখো, গর্বে মটমট
এই স্পর্ধার দুনিয়া থেকে বহু দূর,
ঝরা ফুলের কাছে দু’দণ্ড বসে গেলে
ফের যেন মাতৃ মমতার সেই স্বাদ,
তুমি জানো কোন পথে যেতে চাও তুমি
ভোরের শিশির মাখা অপরাজিতার নীলফুলে
অথবা পচা পাঁক, ম্যানহোল, গরলে আবিলে
জন্ম শিলিগুড়িতে। পড়াশুনো শান্তিনিকেতনে। স্নাতকোত্তর শেষ করে শিক্ষিকার জীবন। কবিতার জন্য পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার (২০০৪) এবং বাংলা আকাদেমির অনিতা-সুনীলকুমার বসু পুরস্কার (২০১১)। সাহিত্য একাডেমির আমন্ত্রণে ২০১১ সালে কানাডার ভ্যাঙ্কুভার ও অটোয়ায় ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি, সাইমন ফ্রেজার ইউনিভার্সিটিতে কবিতা, গল্প পাঠ ও সেমিনারে যোগ দিয়েছেন। ঢাকা ও ভুবনেশ্বর সার্ক ফেস্টিভ্যালেও আমন্ত্রিত ছিলেন তিনি। পেয়েছেন মানবসম্পদ উন্নয়ন বিভাগের সিনিয়র ফেলোশিপ। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘ফুল ও সুগন্ধ’, ‘ফুর্তি ও বিষাদ কাব্য’, ‘দিল দরিয়া’, ‘গালিবের বউ যা বলতে পারে’, ‘কলোনি আমার’ ইত্যাদি। এছাড়াও যশইয়াঞ্জন পিয়াসীর নেপালি কবিতার বই ‘শান্তি সন্দেহ’-র অনুবাদ প্রকাশিত হয়েছে সাহিত্য একাডেমি থেকে।