সাগরময় ঘোষকে লেখা জীবনানন্দ দাশের চিঠি

Reading Time: < 1 minute

 

সাগরময় ঘোষ
প্রীতিভাজনেষু,

মাস দেড়েক হ’ল সাত আটটি কবিতা আপনাকে বাড়ির ঠিকানায় রেজেস্ট্রি ক’রে পাঠিয়েছিলাম; সুযোগ মতো ‘দেশ’-এ ছাপাবার জন্য।আপনার কোনো চিঠিপত্র পাইনি।কবিতাগুলো পাঠিয়ে আপনাকে বিব্রত করা উচিত হয়নি — বোধ করছি।

আমার মনে হয় এখন কবিতাগুলো কিছু কাল আমার কাছে থাকুক; বিশেষত প্রেমের কবিতা তিনটি(প্রেম,তোমাকে ও তোমাকে ভালোবেসে); কবিতা তিনটি নানা কারণে এখন আর ছাপাব না ভাবছি।আমার এই চিঠি পেয়ে সমস্ত কবিতাগুলো আমার ঠিকানায় পাঠিয়ে দিলে খুশি হব।পরে ‘দেশ’-এ ছাবাবার প্রয়োজন হলে আবার পাঠানো যাবে।

রেজেস্ট্রি করে পাঠাবার জন্য টিকিট এই সঙ্গে পাঠিয়ে দিলাম।আশাকরি ভালো আছেন।শুভকামনা ও প্রীতি নমস্কার জানাচ্ছি।

ইতি
জীবনানন্দ দাশ

*চিঠিটি লেখা ১৯৫৪-তে তবে ১৯৫৪-র শারদীয়া সংখ্যায় ‘তোমাকে ভালোবেসে’ কবিতাটি ছাপা হয়েছিল।শুরুটা:

আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল;
তবুও এ জল কোথার থেকে এক নিমেষে এসে
কোথায় চলে যায়…

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>