| 27 জানুয়ারি 2025
Categories
ফটোগ্রাফি

শারমিন আহসান বিথি’র ক্যামেরা কাব্য

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
আজ ২৩ সেপ্টেম্বর আলোকচিত্র শিল্পী শারমিন আহসান বিথি’র জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।

 

দরজা খোলা তোর ভিতরে সূর্য চেয়ে-
একটা সূর্য ডোবা নদী থাক,

জলপতনে নিঃশব্দ পর্যটক
হয়তো তুমিই পার এই পৃথিবীকে
সবুজাভ ক্রোধে
সবুজ করতে
সমুদ্র ডেকেছে তোমাকে।

 

ঘুমন্ত মেঘের স্বপ্ননামা নিয়ে
মহাশূন্যে আগুন জীবন

বাতাসের ঠোঁটে যাতনার শিস,
ডানায় ডানায় মেলে দেয় রোদ
দিন শেষে
ঘামফুল ঘ্রাণ
নাছোড় স্মৃতির মতো লেগে থাকে,

বাউল বিকাল রূপকথা স্পর্শের কাছে
রৌদ্রের সঞ্চয়গাঁথা খুঁজে দেখে-
বিস্ফারিত অতীত!

পাখিরা বন্ধ্যা হলে –
সন্ধ্যা নামে

সন্ধ্যার জানালা ছুঁয়ে
এ শরীর হেঁটে আসে
গভীর অসুখ

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত