Reading Time: 2 minutes
মিথ্যে কথার শহরে
দুটি ছায়া পাশাপাশি শুয়ে থাকে গাঢ় অসুখে
ঘুড়ির পায়ে ওড়া বিকালগুলো আর নেই
মেঘেদের সবুজ বারান্দায় সময় দাঁড়ালে
আবছায়া জাগে
ঐ পাড়ে শীতলকুচি আকাশ… নিখুঁত ঘুমের ভঙ্গিমা
মাথার ভেতর বাজে মেঘরাগ অন্ধ বরষার
আমাদের গল্পে একটা দুধকফি রঙা বিকেল শব্দ থেকে বেরিয়ে উড়তে উড়তে সাইকেল হয়ে যাচ্ছে
আমি বাড়ি ফিরে এসেছি… অগোচরে
দূরে… দূরে সরে যাচ্ছে বন্দর
ঝাপসা হয়ে যাচ্ছে গুটিয়ে থাকা পথের রঙ
.
Related