| 26 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

রহস্য ও অন্যান্য কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
রহস্য
 
ইলেক্ট্রন প্রোটন সবই থাকে গম্ভীর বাতাসে
সৃষ্টির অনাদি আনন্দ –
ডিম্বাকৃতি ছবিতে নীলাভ রহস্য
ভাসমান ঈশ্বরকণা বৃক্ষরাজি মাটি
অনন্ত আকাশ তারামণ্ডল কক্ষপথ
সাগর মহাসাগর
 
পুরুষ ও প্রকৃতি
জন্ম প্রক্রিয়ায় ডিম্বাণু শুক্রাণু
বিন্দু থেকে প্রারম্ভ জন্মজেয়
গতিময়তায়
মানব জন্মসার
সারৎসার
 
মাভৈ…
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
মঞ্জুষা
 
নিজেকে নিয়ন্ত্রনের বাইরে রাখি
সোনার কাঠি রুপোর কাঠি পরে থাকে
বালির পাহাড়ে অতলান্তিক তার
হাওয়ায় চুল উড়িয়ে কাজল টানেন চোখে
মহাসাগরের গভীরতা অধরায় রাখে মন-
কতগুলি ডলফিন বলডান্সে
ঢেউ গোনে শীষ দিয়ে
 
একটু রাত হলে চাঁদ ভাসা জলে পাণীয় ঢালি
আবেশে মৌমাছিদের ফেলে যাওয়া পাখায়
উড়ে চলি বাতিঘরের টানে-
 
দিক নির্দেশনায় থাকে-
 
মঞ্জুষা এক যা আমায়
কাদায় হাসায়
সাড়াটা জীবন-
সময় অসময়ে।
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
পাসওয়ার্ড
 
রুপোর চাকতি থেকে মায়া ছড়ায় আকাশ
পিঠ জুড়ে আটকে রাখি নি:শব্দ
পেলব আলো দ্বিতীয় প্রহরের রাত
বাড়ি ফেরার তাড়া থাকে কোথাও-
 
শিরশিরে শীত হাতের আঙ্গুলে ঘাপটি মেরে
অবশ করে মন সটান দাঁড়িয়ে
চাবির গোছায় পাসওয়ার্ড খুঁজি
ভেতরে ঢোকার— সমস্ত দরজায় কে যে
রেখেছে ব্যানার সেটে! কাগজ- পত্র
দলিল দস্তাবেজ আর সি সি ক্যামেরার
বিপ বিপ অনুসরন-
 
নিরিখ শুধু একগুচ্ছ কবিতা আর একটি
পাসওয়ার্ড কত কতকাল যেন
তালাশে সেগুলো-
 
সামঞ্জস্যহীন ছোট- বড়
চেষ্টায় বারবার
বড্ড অসময়ে-
 
রাত গভীর হয়…!
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
অর্ধ নারীশ্বর
 
পুরুষ ও প্রকৃতি- – কঠিন ও কোমল
আদি বীজকণা প্রাণ
সত্তার হয়ে ওঠা
উভয়ে সরোদে সেতারে
যুগল বন্দীশ – অপূর্ণের পূর্ণতা
নেই হারজিত রেষারেষি
এও-ওও উলোট- পুরান
একই মানুষ রতন
অদ্বৈত সত্তা- – দ্বৈতাদ্বৈত
এই কি লীলা !
 
মানব জন্ম সার-
অর্ধ নারীশ্বর।
 
 
 
 
 
 
 
 
 
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত