| 27 এপ্রিল 2024
Categories
এই দিনে গল্প সাহিত্য

জগন্নাথ : আমার অনিয়মের ঈশ্বর

আনুমানিক পঠনকাল: 8 মিনিট

আজ ২৮ সেপ্টেম্বর ডাক্তার,কবি ও কথাসাহিত্যিক সোনালি’র জন্মতিথি।ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


ঊড়িষ্যা। কলিংগের সমুদ্রতট। পুরী। সেখানে বসে আছেন রাজাধিরাজ পুরুষোত্তম জগন্নাথ, দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে সংগে নিয়ে রত্নময় বেদীতে।মন্দিরের শিখরে উড়ে চলেছে তাঁর ধ্বজা।
রথ যাত্রায় মন্দিরের বাইরে শুভ দ্বিতীয়া তিথিতে নগরের রাজ পথে নেমে আসেন জগন্নাথ, বলভদ্র, এবংসুভদ্রা।সমস্ত বিধি নিষেধ ভেঙ্গে পড়ে চুর চুর হয়ে।আবাল বৃদ্ধ বনিতা, নিম্ন বর্ণ, ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন ভিন্ন দেশের মানুষ, যারা কোন দিন মন্দিরে প্রবেশ করার অধিকার পায় না তাদের সামনে, তাদের হাতের ছোঁয়ার সীমানায় তাই নেমে আসেন ত্রিভুবনেশ্বর,সবার পিছে, সবার নীচে, সব হারাদের মাঝে…

শ্রী ক্ষেত্র পুরী।তার ইতিহাসের পাতায় কত দীর্ঘশ্বাস।সোনালি বালির প্রান্তরে ঢেউয়ের আকুল আছড়ে পড়া হাহাকার ।
পুরাণ কাহিনী আর কল্পকথারা সমুদ্রের নোনা বাতাসে মিশে ভেসে বেড়ায় ঢেউয়ের শব্দের সঙ্গে।
কত যুগ আগে, শ্রীকৃষ্ণবাসুদেব ব্যাধরূপী জরার শরাঘাতে মানব দেহ ত্যাগ করেছেন।
পবিত্র সেই মরদেহ অগ্নি সংযোগে সৎকার করার পরে সমুদ্রে ভেসে গেলো ভস্মাবৃত ঘোরকৃষ্ণ এক খণ্ড অঙ্গার।ভারতের তট ভূমি ছুঁয়ে ভেসে এল নীলাচলের সমুদ্রতটে ।কলিঙ্গসমুদ্র তটবাসী শবর জন জাতির মানুষ, সমকালীন উড়িষ্যার সাধারন আদিবাসী সম্প্রদায় ভেসে আসা দারু খন্ডে পুণ্য চিহ্ন খুঁজে পেয়ে তাকে বুকে করে তুলে আনল।পরম আদরে নীল মাধব বলে পূজার আসন পাতল শিলা স্তূপের উপরে।
কেউ কেউ বলে সে শিলা স্তূপটি যে সে নয়।
সেটী আশ্চর্য শক্তিশালী চুম্বক বিশেষ ।তটবর্তী নৌকা ,জাহাজ তার টানে কূলে এসে পড়ে। কেউ বলে শিলাবেদীটি বহু শালগ্রাম শিলা একত্র করে সৃষ্ট ।এর অভ্যন্তরে তন্ত্রমতে শক্তিযন্ত্র স্থাপন করেছেন প্রাচীন সাধকরা।
আবার কারো মতে এটি বৌদ্ধ ভিক্ষুদের সৃষ্ট স্তূপ। তাঁরাই মন্দিরের গর্ভ গৃহের পাথরের দেওয়ালে নিপুণ হাতে খোদাই করে গেছেন বিষ্ণুর দশাবতার মুর্তি।সেখানে নবম অবতারে বুদ্ধদেবকেই দেখানো রয়েছে জগন্নাথ বেশে।
সে যাই হোক, অবশেষে আর্য রাজাদের ব্রাহ্মন্য ধর্মের কাছেই বন্দী হয়েছেন পুরুষোত্তম ।
কলিঙ্গরাজ তিনিই।রাজা তাঁর প্রতিভূ মাত্র।রথযাত্রায় রাজা সোনার ঝাড়ু দিয়ে রাস্তায় ঝাঁট দেন, জগন্নাথের অধীনতা মেনে, তবে রথ এগোয় রাজপথে।
মন্দিরের মধ্যে হিন্দু ধর্মের একনিষ্ঠ নিয়মে বাঁধা থাকেন জগন্নাথ,বলরাম,সুভদ্রা।সেখানে ভিন্ন ধর্মী মানুষ, নিম্ন বর্ণের, বা ভিন্ন দেশের মানুষের ও প্রবেশ নিষেধ।এমন কি কোন উড়িষ্যা অধিপতি বিধর্মীর স্পর্শে জাতিচ্যুত হলে পরে তাঁর ও দেব দর্শন নিষিদ্ধ হয়েছে ।এক সময়ে পুরোহিত পাণ্ডারা দর্শনার্থী মানুষকে সর্বস্বান্ত করেছে ,অপমান করেছে,দেবতার নামে শিল্পীদের দেবদাসী হতে বাধ্য করে ভোগ করেছে।
তখন নারায়ণ ডাক দিয়েছেন তাঁর নর প্রতিনিধিদের। বাংলার নবদ্বীপের গঙ্গা উতরোল হয়ে উঠেছে দামাল বিপ্লবী গৌরাঙ্গের ডাকে। তর্ক শাস্ত্রের, ব্যাকরণের পুঁথির পাতা, টোলের ছাত্র, সব ছেড়ে ধর্মের অপব্যবহার করা ইতর অধার্মিকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন সেই পুরুষসিংহ, শ্রীচৈতন্য হয়ে ।অহিংস গনআন্দোলনের গর্জনে কেঁপে উঠেছে অত্যাচারী মুসলমান শাসক, পঞ্চ মকারে ডুবে থাকা বিকৃত সমাজ বিরোধীর দল, এবং কলিঙ্গ।
জগন্নাথ আবার নিয়মের বেড়া জাল কেটে চলে এসেছেন ভক্ত সাধারনের বুকের মাঝে।
তিনি অক্ষয় শিলারূপী নন।মানুষের মতই ত্যাগ করেছেন দারুময় মুর্তি।গীতার ভাষ্য যেমন মানুষকে পুরানো শরীর জীর্ণ বস্ত্রের মত অনায়াসে ত্যাগ করে, নব বস্ত্রের মত নব কলেবর ধারন করে মরনহীন সত্তাকে নিয়ে এগিয়ে চলতে বলে, দারূব্রহ্মও একইভাবে পুরানো শরীর ত্যাগ করে নব কলেবরে অধিষ্ঠান করেন সময়ের সঙ্গে সঙ্গে। মন্দিরের ভিতরে পুরানো পরিত্যক্ত দেব শরীর সমাধিস্থ করা হয় কইলি বৈকুন্ঠের পবিত্র উদ্যানে।
প্রতিবাদী বিদ্রোহী দেবতা জগন্নাথ।তাই নতুন গাছে নতুন করে মুর্তি তৈরি করতে ডাক পড়ছে সেই শবর জাতীয় আদিবাসীদেরই ।তাঁদের বংশধররাই অধিকার পেয়েছেন নতুন মূর্তিতে ব্রহ্মকে নবকলেবরে স্থাপনা করার।
সাধারন মানুষকে কাছে আসতে,দর্শন করতে বাধা দেয় মন্দিরের দেওয়াল, তাই দীনবন্ধু নিজেই রথে চড়ে বেরিয়ে এসেছেন বাইরে। তাঁর রথের রশি ধরতে ছুটে এসেছে আসমুদ্র হিমাচলের সর্ব শ্রেণীর মানুষ ।এসেছে অজস্র বিদেশী।
অবাক হয়ে দেখছে সকলে।
একি আশ্চর্য অবয়বহীন রূপ।নিরাকার ব্রহ্মের,মানুষের সর্বধর্ম নির্বিশেষে ঈশ্বরচেতনার এই একমাত্র রূপক বুঝি।
এই তিন মুর্তিকেই কখনও লক্ষ্মী সরস্বতী দুর্গা রূপে পূজা করা হচ্ছে,কখনও রাধা কৃষ্ণ বলরাম দোল বা রাস এ মেতে উঠছেন। আবার জগদ্ধাত্রী বা কালি পূজা এই খানেই এই মুর্তিতেই শক্তি মন্ত্রে অনুষ্ঠিত হচ্ছে ।
এই তো সনাতন হিন্দু ধর্মের গোড়ার কথা; যিনি কালি, তিনিই কৃষ্ণ,তিনিই শিব, প্রতিরকম অনুভুতিসম্পন্ন মানুষের মনের রঙে রাঙানো তার নিজস্ব, “কাস্টমাইজড” ভগবান।
উড়িষ্যা দরিদ্র রাজ্য ।এখানে সহস্র দরিদ্র মানুষ বংশ পরম্পরায় শুধু জগন্নাথকে অবলম্বন করে বেঁচে আছে। কেউ কাঠের জোগান দেয়, কেউ ভোগের নারকেল ছোলে বা তরকারি কাটে সারাদিনের, কত শত সহস্র বছরের পুরানো পাথরের নির্দিষ্ট দালানে বসে।
পুরী নাকি পুরুষোত্তমের “ডাইনিং রুম”,ছাপান্ন ভোগ চলে সারা দিন । যত বেশী বা কম হোক ভক্তের সংখ্যা , না অপচয় হয়, না কেউ কখনও অভুক্ত থাকে। অজস্র মাটির পাত্রে ,তেলহীন, মানুষের স্পর্শহীন পদ্ধতিতে “ইকো ফ্রেন্ডলি” অপূর্ব ভোগ প্রস্তুত হতে থাকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত।
জগন্নাথের মন্দিরের পাথরের রথচক্রে একাদশী নাকি বাঁধা আছে। এখানে কখনো কেউ কোন পূজার জন্যেও উপবাসী থাকতে পারেনা।
আবারও দেখি নিয়মের অচলায়াতন ভাঙা মহাকালকে। মনু সংহিতার দোহাই দিয়ে বিধবাদের, বৃদ্ধদের, একাদশীর নির্জলা উপবাস করিয়ে রাখা,বর্নাশ্রমের ধ্বজাধারীদের বড় আনন্দের অত্যাচারের হাতিয়ার।সেই একাদশীকেও জব্দ করেছেন পুরুষোত্তম। এমন কি ভোগ রান্না করেন যে উচ্চ ধাপের পাণ্ডা তাঁদের ও ইচ্ছামত তৃপ্তিসহকারে ভোজন করে তবে সে কাজ করার কথা।
সেই যে, আরেক বিপ্লবী সাধু বলে গেছেন, “খালি পেটে ধর্ম হয়না–”
ছাপান্ন ভোগের প্রতিটি খাবার তিন দেবতার জন্যে থরে থরে সজ্জিত হয়ে আসে বিভিন্ন মাপের, নানান সুন্দর আকারের মাটির পাত্রে।জগন্নাথ মন্দিরে কোন পাত্র দ্বিতীয় বার ব্যবহৃত হয়না।কুম্ভকার সম্প্রদায় বংশানুক্রমে গ্রাসাচ্ছাদন করে সংসার করছেন জগন্নাথ ইন্ডাস্ট্রির দৌলতে ।কেউ অভুক্ত ফেরে না এখানে।জয় জগন্নাথ!

“দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল
বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল
মিলনের পাত্রটি ভরা আজি বিচ্ছেদ বেদনায়
অর্পিনু হাতে তার খেদ নাই, আর মোর খেদ নাই “………

সবার জগন্নাথ। ইতিহাসখ্যাত জগন্নাথদেব। তার বাইরে ও এক জন আছেন। আমার জগন্নাথ। চিরসখা,প্রিয় বন্ধু জগন্নাথ। প্রানপ্রিয় পুরুষোত্তম।
ছোট্ট বেলা থেকে পুরী যাবো ভাবলেই আল্লাদ উথলে ওঠে।
প্রথম বার বাবা মায়ের সংগে আক্ষরিক ভাবেই লাফাতে লাফাতে ট্রেনে উঠেছিলাম। ক্লাস ফোর। স্টেশন থেকে গাড়িতে পড়ার জন্যে বাবা কিনে দিয়েছিলেন নতুন পত্রিকার প্রথম সংখ্যা।আনন্দমেলা।সত্যজিৎ রায়ের করা প্রচ্ছদ। এখন ও রাখা আছে।
সমুদ্র,বালি,ঝিনুক কুড়োনো,কাঠের পুতুল, ছড়ি,আর কেবলি হুল্লোড় বাবা মার সংগে। ও হ্যাঁ, আর ভীষন ভালো খাওয়া।
সোনার ফ্রেমে বাঁধানো ছবি।
আর পাথরের মন্দিরের সুন্দর গন্ধ মাখা জগন্নাথদেব।

আমি হৃদয়েতে পথ কেটেছি, তোমার সেথায় চরণ পড়ে ,— তুমি আসবে, আমি মাটিতে সর্বস্ব লুটিয়ে তোমায় সাষ্টাঙ্গ প্রণাম জানাবো না তাই কি হয় ?
রত্ন সিংহাসন ছেড়ে ত্রিভুবনেশ্বর মনোহরণ বেশে আমারই সামনে হা-ঘরে গরীব মানুষদের কাছে এগিয়ে আসছেন ।আসমুদ্র হিমাচল, তার কত ভৌগোলিক বিভাগ, কত না ভাষা, সংস্কৃতি। সব ভেদ ভুলে গেছে মানুষ এই অবয়বহীন ঈশ্বরের টানে।
রথ যাত্রার পথ, “বড় দন্ড পথ”, সে পথে রাজা সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেন।সুবাসিত গঙ্গাজল ছিটিয়ে চলে রাজভৃত্যরা । আজকের দিনে কাজ করতে দেখলাম বিশাল মেশিন সহ সারি সারি সরকারি গাড়ি। সমস্ত দিন ধরে লক্ষ লক্ষ লোককে ঠাণ্ডা রাখার জন্যে জল ছিটিয়ে চলেছে। স্রোতের মত পুরীর সমস্ত অলি গলি দিয়ে পাগলের মত মানুষ চেষ্টা করছে এই রাস্তার ধারে পৌঁছাতে।কিন্তু সেখানে প্রায় তিন চার দিন আগে থেকে সারা ভারতের, নাকি ভুল বললাম, পৃথিবীর সব দেশের মানুষ,বাড়ির বারান্দা, ছাদ, রোয়াক, সব টাকা দিয়ে ভাড়া করে নিয়ে বসে আছে।আর গরিব মানুষ কাতারে কাতারে বসে আছে মাটিতে রাস্তার দুই ধারে। সঙ্গে ছেঁড়া কাপড়ের পুঁটলি,তাতে চিঁড়ে মুড়ি,শুকনো খাবার, আর জলের বোতল।
সেই বসে থাকা মানুষের কাতারে যখন গলি দিয়ে আসা লোকের নদীরা আছড়ে পড়তে শুরু করল, তখন মানুষের সীমাহীন উত্তাল সমুদ্র।
বলভদ্র, বড় দাদা,তাঁর রাজকীয় ঘন সবুজ আর লাল রথ নিশান উড়িয়ে এগোল প্রথম। রথের নাম তালধ্বজ। সোনার কারুকাজ রেশমের বিরাট আকার।কত লোক রথের ওপর,সারথি পুরোহিতরা,নানা অমাত্য, চত্রধর, আর এযুগের উর্দি পরা পুলিশ ও।কুচকুচে কালো অশ্বের সারি রথের সম্মুখে।
ভোর বেলা থেকে অধীর আগ্রহে লোকে পুলিশের দড়ির বেড়ায় ধাক্কা দিচ্ছে।
অবশেষে সাড়ে তিনটের সময় জনতার ঢেউয়ে ভেসে এল কলরব,”জয় জগবন্ধু!!!”
সে উন্মাদনার কোন তুলনা হয়না। লক্ষ মানুষের সমবেত আর্তি,রথের সামনে পথের ওপর লোকের লুটীয়ে গড়াগড়ি,আর ইঞ্চি ইঞ্চি করে এগনো রথের সঙ্গে প্রবল গর্জনে ছুটে আসা জন স্রোত।
এতগুলি একত্র হওয়া মানুশের উত্তাপ, মেঘাছন্ন আর্দ্র আবহাওয়ায় এই দাঁড়িয়ে থাকার ক্লান্তিতে অবসন্ন জন সমুদ্র, তার অপর আরও মানুষের ধেউ, হঠাৎ আতঙ্কে দিশাহারা করে তোলে জনতাকে। শরীরের কষ্ট সহ্যের সীমা ছাড়িয়ে যায়। চোখের সামনে দেখতে পেলাম, মুখে ফেনা উঠে অজ্ঞান হয়ে গেলেন বয়স্ক মহিলা।
বহু অ্যাম্বুলেন্স,স্ট্রেচার, স্বেচ্ছাসেবী টহল দিচ্ছিল।সঙ্গে সঙ্গে মানুষের হাতে হাতে তুলে নিয়ে গেলো চিকিৎসকদের কাছে।কিন্তু পাশ দিয়ে নিয়ে গেল যখন, আমার মৃত্যু দেখে অভ্যস্ত চোখ বলল, মুখের চারপাশের শুকিয়ে থাকা ফেনায় মৃত্যুর স্বাক্ষর।
পরে জেনেছিলাম, তক্ষণই মারা গিয়েছিলেন তিনি।
এগিয়ে চলা সুরু হল।
ভীম গর্জনে, কীর্তনিয়াদের সঙ্গে নিয়ে,আগে পিছে মাটিতে গড়িয়ে দন্ডি খাটতে থাকা উন্মত্ত মানব স্রোত নিয়ে চলে এলেন কৃষ্ণ বলরামের মাঝে আদরের ভগ্নী সুভদ্রা ।
লাল আর কালোয়ে জমকালো তাঁর রথ, দর্পদলন।
লালচে খয়েরি অশ্বে টানা রথ।
এবার আর কোন পুলিশ,দড়ি,গাড়ির টহল কিছু মানছেনা অস্থির মানুষ।মাঝে মাঝে ভিড়ের মধ্যে একটু ফাঁক তৈরি হলে কিন্তু কি আরামের বাতাস ভেসে আসছে সমুদ্রের থেকে। আবার ঘর্মাক্ত মানুশের ভিড়ে অসহ্য হয়ে উঠছে চারপাশ।
সামনের হাজার লোক রথ আসলেই দু হাত ওপরে তুলে গর্জন করে উঠছে। আমি লম্বায় খাটো মানুষ। কিছু দেখতে না পেয়ে, সিল্কের সাড়ির আঁচল ঘামে ভিজিয়ে , পায়ের ব্যথায় অস্থির তিতিবিরক্ত হয়ে যাচ্ছি।
শেষে সামনে দাঁড়ানো একটা খাবার জলের বিশাল গাড়ির ওপরে উঠে পড়বার চেষ্টা করলাম। তার পাদানির কাছে অব্ধি উঠতে উঠতেই মানুষের একটা বিরাট ঢেউ দিকভ্রান্ত হয়ে আছড়ে পড়ল এদিকে।পিছনে গাড়ির লোহার ধারালো অংশ আর সামনে এই পিশে দেওয়া নিঃশ্বাসরোধকারী মানুষের প্রবাহ! পিছন থেকে শুনতে পাচ্ছি আমার মেয়ের আতঙ্কিত ডাক, সে আমার থেকে বেশ খানিক লম্বা, আরও লম্বা চওড়া তার বাবা আর ভাইয়ের মাঝখানে রেখেছি তাকে।দমবন্ধ হয়ে যাবে ভয়ে চোখ বুজেই অনুভব করলাম, “কই আমার গায়ে কোন ধাক্কা লাগছে না তো?”
চোখ খুলে দেখলাম নীল আর কাল চেক চেক ফুল হাতা শার্ট পড়া রোগা একটা হাত আমার চারপাশে বেড়া হয়ে আছে। আস্তে হাত রাখলাম। মনে হল বাঁকানো লোহার রড।চমকে পিছন ফিরে তাকালাম।গরিব চোখ মুখের অতি সাধারন ময়লা একটা ছোট ছেলে,বছর কুড়ি বাইশের মনে হয়।কিন্তু আশ্চর্য সম্ভ্রান্ত তার দৃষ্টি। বলল, “ঠিক আছেন তো ,মা?”
আমি,“হ্যাঁ বাবা,” বলে ঘাড় নাড়তেই,এগিয়ে ভিড়ে মিশে গেলো।
কর্তা , ছেলে মেয়ে তত ক্ষনে এসে পড়তে পেরেছে কাছে। উদ্বিগ্ন হয়ে বলছে, “ঠিক আছো ?ঠিক আছো ?”
বললাম, “ হ্যাঁ , জগন্নাথ সামলে দিয়েছেন ।”
এবারে সবাই পাশের ফুটপাথে উঠে পড়তে বলল আমায়। না হলে এত বেঁটে মানুষকে লোকে সামলায় কি করে ?
যারা আগে থেকে ফুটপাথ দখল করে আছে, তারা ছাড়বে কেন? তবু একটু একটু করে পা রাখবার চেষ্টা করলাম ভিড়ের ভিতর। মনে হচ্ছে ঘামে ভেজা মানুষের তালগোল পাকানো একটা পিণ্ড ভেদ করে ঢুকবার চেষ্টা করছি।নিজেও স্নান করে যাচ্ছি ঘামে।
এমন সময় সমুদ্রের চেয়েও বড় গর্জন সুরু হল মানুষের মধ্যে।এত কষ্টে পল অনুপল পেরিয়ে যার জন্যে বসে থাকা,ওই যে এসে পড়ল !
এগোতে সুরু করেছে কাঁচা হলুদ আর টুকটুকে লালের সাজে, মাথায় জোড়া শুক পাখি,শ্বেত অশ্বের সারিতে টানা , নন্দীঘোষ।
চার পাশের মানুষ উন্মাদ হয়ে গেছে।পাশে গ্রাম থেকে আসা বৃদ্ধ বেশ কিছু অতি দরিদ্র মহিলারা ছিলেন। সঙ্গে মাদুর বিছানার পুঁটলি। তারা নিজস্ব ভাষায় কি অদ্ভুত গান ধরেছেন, বুঝতে পারছিলাম , জগন্নাথ, সুভদ্রা এদেরকে ভারি আদর করছেন সেই গানের মধ্যে। মুখের ভাব দেখে মনে হচ্ছে পরম আত্মীয়কে দেখতে পেলেন অনেক দিন পর।
আমি অবাক হয়ে ভাবলাম , “এই তবে আমার ভারত বর্ষ?
এদের পয়সা নেই, সাজ নেই, ভাঙ্গা এনামেলের বাটি ঘটি, নোংরা কল্ড ড্রিঙ্কসের বোতলে রাস্তার জল হাতে, তবু কোন অভিযোগ নেই তো?
কি আদর করছে, কি আনন্দ করছে , শুধু একবার চোখের দেখায় এক ঝলক দেখতে পেয়ে নীলমাধবকে।”
ওপরে তাকালাম। অদ্ভুত আকাশ। পেঁজা তুলোর মত মেঘে ঢাকা,লালচে আলো ছড়াচ্ছে, কিন্তু কোন রোদের তাপ নেই, না হলে এই লক্ষ মানুষের মধ্যে বহু প্রান যেত।কিন্তু না, হাল্কা মেঘের ছাতা ধরে রেখেছে সূর্য নবকলেবরে নারায়ণকে দেখবে বলে।
জগন্নাথ, এরাই তোমার সত্যকার ভক্ত। এরা কিছু চায় না। শুধু তোমায় ভাল বেসে এক বার দেখতে চায়। এদের টানেই তুমি নেমে এসেছ এই রাস্তার ওপরে ।
পাশ থেকে ছেলে মেয়ে জিগেস করছে , “দেখতে পাচ্ছো তো , সামনের লোকের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ তো?”
আশ্চর্য হয়ে দেখলাম, ও মা, রথ তো আমার সামনে এসে দাঁড়িয়ে আছে , নাকে বেসর, কত বাহারের সাজ, ওই তো পুরুষোত্তম।
আস্তে আস্তে ধোঁয়া হয়ে এলো চোখের সামনে ।ডাক্তারি মস্তিষ্ক বলল, ভেসোভেগাল অ্যাটাক হচ্ছে। দুপুরে ভাত খেয়েই সঙ্গে সঙ্গে একটার সময় বেরিয়ে এসেছি, এখন সাড়ে ছটা বাজে।এই সাঙ্ঘাতিক শারীরিক পরিশ্রম আর অনভ্যস্ত শ্রান্তিতে রক্তচাপ কমে গেছে। মস্তিষ্কে রক্ত কম হওয়ায় অজ্ঞান হয়ে যাবার সম্ভাবনা। যত তাড়াতাড়ি সম্ভব মাথা নিছু করে বসে পড়তে হবে যাতে মাথায় রক্ত চলাচল হতে পারে।
ছেলেকে ডেকে বললাম, আমার শরীর খারাপ লাগছে।চারপাশের ভিড়কে বললাম, “একটু ভিতর দিকে যেতে দিন শরীর খারাপ লাগছে।”
যারা এক ইঞ্চি জায়গা ছাড়ছিল না, দু মিনিট আগে, তারাই কি যত্নে বসার জায়গা করে দিল।আমি “জয় জগন্নাথ” উল্লাসের মধ্যে লুটীয়ে পড়লাম পুরীর রাজপথের ধুলোয়।
চারপাশের মানুষ কেউ দু হাত তুলে হরে কৃষ্ণ ধ্বনি দিচ্ছেন, কেউ হাসছে, কারো বা দু চোখে জলের ধারা, এমন কি আমার কর্তা, যিনি আমার মত ঠাকুর দেবতার হুজুগে মাতেন না, তাঁর ও দু চোখে জলের ধারা।
কেন?তা তিনি নিজে ও জানেন না।
এরি মধ্যে মানুষ টের পেয়েছেন, আমি লুটীয়ে পড়েছি।কি মায়া, কি সহমর্মিতায় এগিয়ে এল চারপাশের অজস্র হাত, নোংরা কিন্তু মমতায় ভর্তি প্লাস্টিকের দুই লিটার জলের বোতল চারপাশ থেকে ঢালা হচ্ছে মাথায়, তিন চার লিটার হবার পর হাত তুলে থামালাম। মাথায় এত জলে ভিজে চুলে সর্দিগর্মি হবার সম্ভাবনা। একটু উঠে বসে বললাম, “ঠিক আছি”।
সবাই বলল, “তবে জলঅ খাউ”।
খেলাম সেই জল। সবাই আশ্বস্ত হয়ে রথের দিকে মুখ ফেরাল। আমি ও উঠে দাঁড়ালাম তোমায় দেখবো বলে।
হে রাজাধিরাজ, আমার দু হাতের মধ্যে, ঠিক সামনেটিতে এসে তুমি দাঁড়িয়ে আছো। সে যে কেমন অনুভূতি , বুকের মাঝে কি অকারন তোলপাড় , কেউ কি বলে বোঝাতে পারে?
টলমল করা হৃদয় নিয়ে দাঁড়িয়ে রইলাম, খানিক পরে এগিয়ে গেল রথ, মাসির বাড়ির দিকে।
উন্মাদ হয়ে জুতো খুলে ফেলে দৌড়েছিল মানুষ, রথের রশি খালি পায়ে টানতে হয় বলে। রাস্তা ফাঁকা হতে দেখি দু পাশে হাজার হাজার জুতোর স্তুপ। কত বাহারের, কত রকম দামের। যিনি সকল কাজের কাজি, তিনি জলদমন্দ্র রবে ডাক দিতেই পথের কাঁটা পায়ে দলে , সাগর গিরি লঙ্ঘি ছুটে এসেছে সব প্রান আকুল হয়ে।
রাস্তার মাঝখানে অজস্র মানুষ তখন বুকের ছেঁচড়ে দণ্ডি কেটে চলেছে,গড়াগড়ি দিছহে রথচক্রের দাগের অপর। তাতে দীন,দরিদ্র,মহাধনী, মুসল্মান, খ্রিস্টান,বিদেশি, নারী,পুরুষ,শিশু, সবাই আছে, সব্বাই।
আমি চুপ করে বসে আছি ফুটপাথের মাটিতে,নোংরা নর্দমার ধারটিতে।
ভাবছি, এই রকম জায়গায় বসতে পারি, তাই কি জানতাম?
কিন্তু, এ হবে না তাই বা কি করে হয়? এই যে রেশমের শাড়ির সারা আঁচলে বুকে পথের ধুলোকাদা,
“…উপুড় হয়ে পড়েছিলাম খোলা পথের উপর দিনদুপুরে করুণ কৌতুক
তোমরা সবাই হেসেছিলে ।এক মুহূর্ত তবু বুকের কাছে পেয়েছিলাম বুক।”
তুমি আসবে আর আমি বাইরের লোকের মত তোমায় হাত উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা পেন্নাম ঠুকে চলে যাব, তাই হতে পারে?
আমার সমস্ত অন্তরাত্মা লুটিয়ে পড়বে না সাষ্টাঙ্গে তোমার আগমনপথের ধুলোয়?
সব উপাধি পদবি,অভিমান ছেড়ে জনগণেশের সঙ্গে ধুলোয় আসন পাতবো না ?
এই যে এখনও সমস্ত সত্তা জুড়ে আলোড়নে বুঝলাম, তুমি আমার পাশটিতে, চোখের সামনে দাঁড়িয়ে ছিলে।আমার জন্যে। হ্যাঁ, আমার কাছে,আমার জন্যে ও—
“ আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে, তোমার সেথায় চরণ পড়ে …”

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত