Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

সুদীপ্ত মাজি’র কবিতা

Reading Time: 2 minutes

আজ ২৭ নভেম্বর কবি, অধ্যাপক সুদীপ্ত মাজি’র শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


অজ্ঞাতবাসের ডায়েরি

বিলীয়মান রোদ্দুরের মধ্যে থেকে বেরিয়ে পড়ছে আখ্যানের
সুতো
মেঘের ভেতর বহতা নদী । একটু পরে কালো চাদরে
                                                             নখের ফালি জাগবে …
পুরোনো কান্নার মধ্যে জমে থাকা অস্তরাগ
                                                             স্বর আর সঙ্গতির থেকে
বহুদূরে নিয়ে যাবে তোমাকে
থেমে যাওয়া ঘড়ির সামনে নিজের সঙ্গে গল্পগুজব
                                                             জমে উঠবে খুব …

 

ভয়

জারুলের কাছে, অমলতাসের কাছে
                                                   যেতে গিয়ে চেপে ধরছে ভয়
কেঁপে উঠছে চপ্পল
ভয়ের ওপারে শিস্ দিচ্ছে দেখার রোমাঞ্চ
                                                   আর
গান গাইছে হারিয়ে ফেলা ডানা…

ফিরোজা বেগম

এই বসন্তের দ্বিপ্রহর

এত যে কুসুমে ভরে দিলে

অথচ এবার ভাবো বটানির ছাত্রটির কথা, ভাবো

ক্যাকটাসের কাঁটা খেয়ে বেঁচে থাকা তার কথা, ভাবো

পাতার বিষমপৃষ্ঠে পিঁপড়ে হয়ে বেঁচে থাকা তার

অথচ ফিরোজা, তবু নজরুল ইসলামের গানে

মেলে দাও,আজ ওই কলসপত্রীর ডানা, আর

পতঙ্গপরাগী তুমি, পিঁপড়েটির পরিনাম, একবার

তারপর তুমি শুধু একবার ভাবো! 

যাপন

শান্ত হয়ে আছে দিন
শান্ত হয়ে আছে রাত্রি
                              আর
ভিতরে ঝড়ের ঝাপটা
বুকে খুব ঘন অন্ধকার

এক চিলতে রোদ্দুরের স্বপ্নটুকু
                               মৃত তটে
                  একলা পড়ে আছে… 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>