আনুমানিক পঠনকাল: < 1 মিনিটসপ্তাহের শুরুতে অফিস যাওয়ার সময় ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড় করালেন, আর পিছনে অন্য গাড়ির লাইন হয়ে গেল। ঠিক সে সময় গুগল ম্যাপ থেকে আওয়াজ এল, ‘হাম জাঁহা পে খরে হোতে হ্যায়, লাইন ওহি সে শুরু হোতি হ্যায়!’ সিনিয়র বচ্চনের এই আওয়াজ গরম আর গাড়ির হর্নের মাঝেও আপনার মুখে মৃদু হাসি ফোটাবে। আর এই আয়োজন এবার করছে গুগল ম্যাপ (Google Maps)। আলোচনা শুরু হয়েছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে।বর্তমানে মার্কিন শিল্পী ক্যারেন জেকবসনের আওয়াজ ব্যবহার করছিল গুগল ম্যাপ। এবার ভারতের বাজারের জন্য বিগ বি-র সঙ্গে আলোচনা শুরু করেছে গুগল। মিড ডে-র রিপোর্ট অনুযায়ী, বাড়ি থেকেই গুগল ম্যাপস-এর (Google Maps) জন্য কণ্ঠস্বর রেকর্ড করতে পারেন বচ্চন।বর্তমানে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘গুলাবো সিতাবো’র (Gulabo Sitabo) মুক্তির অপেক্ষায় রয়েছেন বিগ বি। সুজিত সরকারের এই সিনেমাটি ১২ জুন মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে।
কম-বেশি আমরা প্রত্যেকেই গুগল ম্যাপ ব্যবহার করি। যার দৌলতে অচেনা রাস্তা চিনে নিতে আজ আর সেভাবে অসুবিধা হয় না। রাস্তায় ট্রাফিক জ্যাম থেকে কোন সময় কোন রাস্তায় কেমন ভিড় রয়েছে, সেই তথ্যও জানিয়ে দেয় গুগল।
কম-বেশি আমরা প্রত্যেকেই গুগল ম্যাপ ব্যবহার করি। যার দৌলতে অচেনা রাস্তা চিনে নিতে আজ আর সেভাবে অসুবিধা হয় না। রাস্তায় ট্রাফিক জ্যাম থেকে কোন সময় কোন রাস্তায় কেমন ভিড় রয়েছে, সেই তথ্যও জানিয়ে দেয় গুগল।
বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।