আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
১)
আলোর চুম্বনে হাজার পাখি উড়ে উড়ে হারিয়ে যাচ্ছে
একটা বালিহাঁসের পেট চিরে মুক্তি পাচ্ছে প্রিয় শব্দ
আদুলে গায় রোদ খাচ্ছে মেয়েটি
নাভিপদ্মে সৃষ্টি বিরজমান
২)
বসন্ত এলেই একটা প্রাপ্তবয়স্ক হাওয়া
জানলা দিয়ে ঢুকে পড়ে।
সতর্কতার পর্দা টেনে নিই।
কতবার অভিমুখ ফেরাতে গিয়ে
শুনতে পাই
ঝরে
পড়ার
শব্দ!
প্রিয় বন্ধুটির আজ গায়ে হলুদ…
৩)
তেমন কিছুই না…
ডাস্টবিন থেকে কিছু শব্দ কুড়িয়েছি
হয়ত পরপর সাজালে
প্রেম উঠে আসবে
আমি কিন্তু আনুভূমিক ক্রমে সাজিয়ে
দেখি অনেক হাড় জিরজিরে চেহারা স্পষ্ট
সভয়ে চোখ ফিরিয়ে নিই
ভয় আসলে দেশদ্রোহিতার।
