| 28 মার্চ 2024
Categories
শিশু-কিশোর কলধ্বনি

জাদুর আয়না

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
খুকুমণি সকাল থেকে ধরল ভীষণ বায়না,
দিতেই নাকি হবে এনে একটা জাদুর আয়না।
খুকুমণি অনেক জানে, রূপকথা সে পড়ে,
অমন একটা আয়না থাকে রাজকুমারীর ঘরে।
রূপোর আয়নার খুব ক্ষমতা, কথাও আবার বলে!
রাজকুমারী সুন্দর খুব- তাই সে বলে চলে।
কাঁদছে খুকু, লাগবেই তার অমন জাদুর আয়না,
গাল ফুলিয়ে থাকছে বসে, কিচ্ছু খেতে চায় না।
কাণ্ড দেখে ছোট্ট খুকির, মা বললেন হেসে,
জাদুর আয়নার ভীষণ বুঝি অভাব হল দেশে?
এই দ্যাখ না, তোর ঘরেতেই আয়না যেটা আছে,
সেও তো জাদুর, জিজ্ঞেস তুই কর না তারই কাছে।
বলল খুকি, এই আয়না কথা মোটেই কয় না!
মা বললেন, না কইলে জাদুর আয়না হয় না?
দ্যাখ দাঁড়িয়ে তার সামনে, আমার খুকিটাকে-
আয়নায় কেমন রুপকথার রাজকন্যায় আঁকে!
তুই তো আমার রাজকন্যাই, আয়নাতে দ্যাখ চেয়ে,
ঐ দেখা যায় সোনার পুতুল, আমার লক্ষ্মী মেয়ে।
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত