তিনটি ছড়া
বড়ো হবার ভাবনা যত
দু’চোখ ভরে দেখতে পারি,থাকলে রবির আলো
চশমা পরে দেখতে শহর,আর লাগেনা ভালো!
শহর ছেড়ে কোথায় যাবো? ভাবছি বসে একা
অট্টালিকার ভীড়ে জানো? যায় না আকাশ দেখা
তোমার ছেলের ভাগ্যে মাগো, কী আছে যে লেখা!
কোথায় আছে গঙ্গা ফড়িং? ফুল পাখি নদ নদী
আমিও ছবি আঁকতে পারি, ওসব পেতাম যদি।
তালগাছের ওই মাথার উপর ঘুড্ডি কী মা উড়ে?
ওই দেখো না মোবাইল টাওয়ার একটু খানি দূরে!
বললো বাবা,মোবাইল গেমই খাচ্ছে মাথা খুঁড়ে!
ছাদবাগানে ফুলের টবে, হচ্ছে ফুলের চাষ
মাছের বাড়ি অ্যাকুরিয়াম-বন্দি বসবাস!
কলিংবেলও সুইচ দিলে পাখির মত ডাকে
বড়ো হবার ভাবনা যত মনের ভেতর থাকে!
ওসব কথা ভাবছি কেন পড়ার ফাঁকে-ফাঁকে?

তিনি একাধারে ছড়াসাহিত্যিক ও শিশু সংগঠক। জন্ম সিলেট শহরে। ছেলেবেলা থেকে সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িত। তাঁর লেখা জাতীয় পত্রিকা সমূহে বহুল ভাবে প্রকাশিত হয়েছে।