তিনটি ছড়া
স্বপ্নঘুড়ি
উড়ছে ঘুড়ি স্বপ্নপুরী
হাওয়ায় চেপে
ঐ আকাশে হেঁচকা টানে
উঠলো কেঁপে!
নাটাই-সুতোর বাঁধন যখন
ছিটকে পড়ে
স্বপ্নে খোকার দু’চোখ বেয়ে
কান্না ঝরে!
খোকার ঘুড়ি মেঘের দেশে
বেড়ায় হেসে
তবুও খোকা স্বপ্ন দেখে
ভালোবেসে।
স্বপ্ন যখন ভাঙলো খোকার
বিকেল বেলা
বললো খোকা ভাল্লাগে না
অমন খেলা!
স্বপ্ন আমার আকাশ কুসুম
এমন আজব স্বপ্ন কী রে?
হয় কখনও সত্যরে
মতিঝিলের শাপলা ভাসে
ঢাকার দোয়েল চত্বরে।
দোয়েল পাখি প্রাণের ভয়ে
পাখনা মেলে যাচ্ছে উড়ে
গুলিস্তানের নষ্ট কামান
হঠাৎ দেখি গুল্লি ছুঁড়ে!
দুরন্ত এক রুগ্ন ছেলের
মুর্তিও যে কথা বলে
শাহবাগের শান্ত মিশুক
রাস্তা ছেড়ে যাচ্ছে চলে!
মতিঝিলের শ্বেত বলাকা
জ্যান্ত হয়ে মাছটা গিলে
ফার্মগেটের রুই-কাতলার
তাইনা দেখে চমকে পিলে!
ভার্সিটির ওই মূর্তিগুলো
অস্ত্র হাতে আসছে ধেয়ে
শহীদমিনার এই কথাটা
বললো ডেকে আমায় পেয়ে!
রায়ের বাজার বধ্যভূমির
কজন শহীদ অট্টহাসে
আকাশ কুসুম স্বপ্ন আমার
চোখের পাতায় অমনি ভাসে।
তিনি একাধারে ছড়াসাহিত্যিক ও শিশু সংগঠক। জন্ম সিলেট শহরে। ছেলেবেলা থেকে সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িত। তাঁর লেখা জাতীয় পত্রিকা সমূহে বহুল ভাবে প্রকাশিত হয়েছে।