ঘুরে আসুন পাইন আর পাহাড়ের বন ‘হরশীল’

Reading Time: < 1 minute

হরিদ্বার থেকে গঙ্গোত্রীধাম যাত্রা পথে উত্তরকাশী থেকে আরো ৭৪ কিলোমিটার পথ পাড়ি দিলেই ভাগীরথী নদীর তীরে ছোট্ট পাহাড়ি জনপদ হরশিল। চারপাশ পাহাড় দিয়ে ঘেরা। পাইন, ওক, আর দেওদারে ছাওয়া শান্ত নির্জন পরিবেশে না নান রংবেরঙের পাখির আনাগোনা। হরশিলের উৎকৃষ্ট আপেল বিদেশেও রপ্তানি করা হয়। এখান থেকে গোধূলি বেলায় বন্দরপুঞ্ছ গিরিশিখরের সূর্যাস্তের মায়াবী রং এর খেলা প্রত্যক্ষ করাও এক মন বিবশ করা অভিজ্ঞতা। হরশিল থেকে তিন কিলোমিটার দূরবর্তী ধারা বালিতে আছে কল্পকেদার শিবমন্দির। এখান থেকে ট্রেকপথে ঘুরে আসতে পারেন সাততাল। জুনিপার, ফার আর পাইনের জঙ্গলের মধ্যে হিমালয়ের সান্নিধ্যে হরশিলে কাটানো কটা দিনের স্মৃতি সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে।

কিভাবে যাবেন
হরিদ্বার থেকে সারাদিনে কেবলমাত্র একটিই সরকারি বাস ভোর পাঁচটায় ছেড়ে উত্তরকাশী, হরশিল হয়ে গঙ্গোত্রী পৌঁছায়। অন্য বাস গুলি উত্তরকাশী পর্যন্তই চলাচল করে। এ পথে গাড়ি ভাড়া করে যাওয়াই সুবিধাজনক। ছোট গাড়ি হলে দিন প্রতি ভাড়া ২,৯০০ টাকা। সুমো, ম্যাক্স, বলেরো ৩,৮০০ টাকা, ট্রাভেরা ৪,০০০ টাকা। ইনোভা ৪,২০০-৪,৮০০ টাকা। গাড়ির জন্য যোগাযোগ করুন: ০৯৬৩৯২-৪৫৫৪২

কোথায় থাকবেন
গড়োয়াল মন্ডল বিকাশ নিগমের টুরিস্ট রেস্ট হাউস, ব্রেকফাস্ট সহ ডিলাক্স ঘরের ভাড়া ১,৫০০ টাকা, সুপার ডিলাক্স ঘরের ভাড়া ২,২৪০ টাকা, হাটের ভাড়া ২,২৪০ টাকা। ওয়েবসাইট:www.gmvnl.in
প্রাইভেট হোটেল: কটেজ স্নো ভ্যালি(৯৯০৩৫-২৫০৪০), দ্বিশয্যা ঘরের ভাড়া ১,৫০০ টাকা এবং তিনশয্যা ঘরের ভাড়া ১,৮৫০ টাকা।হরশিল রিট্রিট , দুজনের থাকা খাওয়া নিয়ে ভাড়া ৬,০০০ টাকা এবং তিন জনের ১০,০০০ টাকা। ওয়েবসাইট:www.harsilretreat.com

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>