ক্রিস্টাল কন্যার দেশে ক্রিসমাস আসে
জলও যে এত অগলনপ্রিয়, ক্রিস্টালকঠিন হতে পারে তা
এই হিমঋতু, হিমায়নের আগে বুঝি নি কখনো !
এই তো প্রথম নয়, অবধূত দেখেছি তোমাকে সাদারূপে
বহুযুগ নিঃশব্দ প্রপাতে ঝরে যেতে যেতে — আর কোনো রঙ নয়
শুধুই সাদার বিস্ময়ে অন্ধকার রাত প্লাবিত হৃদয়
ভোর হলে পায়ে পায়ে কাদা হয়ে গেছে সাদা আর কালো মিলে মিশে
মানুষের কাজ নয় সৌন্দর্য অক্ষত রেখে দেয়া
তাই দাঁতে দাঁত চেপে এইবার আদি রূপে
জলের স্বচ্ছতা নিয়ে তুষারবৃষ্টির যৌথ ঐক্যতান —
যেভাবে গাছের ডালগুলো জলভারানত সেভাবেই বন্দী হ’ল
হিমাঙ্কের নিচে বরফক্রিস্টালে সারি সারি সুন্দরীর মাথার মুকুট
লাস্যময়ী হাসির ঝঙ্কারে মাথাটা দোলাতে গিয়ে ভেঙে পড়া
মাইল মাইল বিদ্যুতের তারে আর তাতেই অন্যথা যত
নিদ্রাহীন নগরীর অহংকার ধুলায় লুটাল !
এবার ঘুমাও সকলেই ক্রিস্টাল কন্যার দেশে
হি হি কাঁপা হিমরাতে শত শত বর্ষ ধরে যত
শক্তি তরঙ্গ রেখেছ বন্দী করে হাতের মুঠোয়,
ফুৎকারে নিভিয়ে দিয়েছে বরফ মন্ত্রণা যত
ছাদের কিনার থেকে কোটি কোটি নিষ্পলক ছুরির সন্ত্রাস
সাদার অধিক অন্তর্গত স্বচ্ছতার ধার নিমিষেই দিতে পারে
গেঁথে সাবধানী পথিকের ঘাড় !
ক্রিসমাস,ক্রিসমাস …
দ্বি-সহস্র বর্ষ আগে জন্ম নিয়েছিল আর ক্রুশকাঠে বিদ্ধ
হয়েছিল উজ্জ্বল যিসাস ! ঘূর্ণাবর্তে আবারও অন্ধকার …
কারো প্রয়োজন খুব, কেউ কী জন্ম নেবে এই অন্ধকারে আর?
![Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com](https://irabotee.com/wp-content/uploads/2019/02/images-8.png)
ক্যানিবাল কাল
পৃথিবীতে লকলকে নরকগাছ
তার শাখা প্রশাখায় ফুটেছে রক্তফুল
হিংসার সিঞ্চনে পাপসিক্ত মাটি
বীভৎস দৃশ্যের জন্ম দ্রুতগামী—
এক-একটা ক্ষতস্মৃতি মুছে না যেতেই
ভারী হয়ে আসে নিশ্বাস,
কোথাও ফুটেছে বোমা আত্মঘাতী
ছিন্নভিন্ন জোয়ান জনা চল্লিশ
বিচ্ছিন্ন দেহাংশ কাঁদে একাঙ্গ হতে
পরিপার্শ্বে নেই নিস্তব্ধ সমাধি;
গর্জে ওঠে স্বয়ংক্রিয় রাইফেল
প্রার্থনায় মৌন মানুষ ফুটো হয়ে যায়
জান্তব চিৎকারে! গ্যাসের সিলিন্ডার
ফাটে দাহ্য-কৌতুকে, নেচে নেচে
যোজিত হয় আগুনের অন্তর্জাল
ধ্বংসলীলায়, পথে পথে ঝলসানো
নরমাংস মহাকালের ভোজনসভায়…
যে আগুনে রাফীর কণ্ঠনালী পোড়ে
যে আগুনে দগ্ধ হয় তোমার কিশোরী শরীর
পুড়ে যাওয়া ফলের ত্বক ছিঁড়ে নেওয়া দ্রুত
যাতে কিছুটা বাঁচে ভিতরের শ্বাস, কার আস্বাদে
বাঁচাবে তোমাকে এই বরাহ সমাজ?
বড় জ্বালা করে এই দেহ, আগুন সংক্রমিত
হতে থাকে প্রতিদিন, নিশ্বাস বন্ধ হয়ে আসে
যদি পারতাম পুড়িয়ে দিতে ক্ষমতার ভণ্ডামি যত
ধর্ম পশুদের বাঁচাতে সব আয়োজন!
সেই অক্ষমতা ক্ষমা কর মেয়ে ততদিন
যতদিন না আগুন এসে আমাদের সবার
কণ্ঠনালী পুড়িয়ে অঙ্গার করে তোমার মতো।
১৪২৬
কোন বর্ষ এসে আমাকে আর নতুন করে নেবে?
আমাদেরকে নতুন করে নেবে কোন নববর্ষ এসে?
সুপ্রচুর পুরোনো বর্ষের পাপ পুঞ্জীভূত হয়ে আছে
জঞ্জাল সরাতে পারেনি নিষ্ক্রিয় আমাদের হাত
আগুন বানিয়েছে যাকে সাদা পরি—
ব্যান্ডেজে মোড়ানো নুসরাত,
রাক্ষসের থাবায় উঠে আসা
তনুর ওপড়ানো চুল
ব্লেডে কাটা পূজার
শিশু যোনি!
পথে পথে মৃত শোকস্তব্ধ ঘাস…
কোন বর্ষ এসে আমাকে নতুন করে নেবে আর?
আমাদেরকে নতুন করে নেবে কোন নববর্ষ এসে?
কীভাবে হাসব আমরা রঙের বাহারী খেলায় মেতে?
যখন কন্যারা আমাদের ঘুমায় গহিন মাটির তলদেশে!
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)