| 9 মে 2024
Categories
কবিতা সাহিত্য

উনিশে মে

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

আমার কোনও ধর্ম নেই বাংলাভাষা ছাড়া
আমার কোনও মন্ত্র নেই বাংলাভাষা ছাড়া
আমার দেশ কোথায় আমি বুঝতে পারি না আজ
আমি, আমার ভাষার কাছে একলা বসে থাকি
সেই যে কবে অন্ধকারে জন্ম নিয়েছিলাম
আমার কোনও দেশ ছিল না মাতৃভাষা ছাড়া
জন্ম থেকে মৃত্যু আমি একটিসুরে বাঁধা
আমার কোনও ভূগোল নেই বাংলাভাষা ছাড়া…
বর্গী আসে, বুলবুলিতে ধান খেয়ে যায় রোজ
খাজনা নিতে মাংস কাটে শাইলকের চ্যালা
যুদ্ধ লাগে মুকুট নিয়ে, গোপন সিন্দুক
লুকিয়ে রাখে জিয়নকাঠি, মরণকাঠিগুলো…
শুনি বুটের আওয়াজ, শুনি ছিনিয়ে নিল প্রেম
আমার কিছু করার নেই তাকিয়ে দেখা ছাড়া
আমি কেবল আর্তনাদ করতে শুধু পারি
আমার কোনও অস্ত্র নেই বাংলাভাষা ছাড়া
মাটির বুকে রক্ত লাগে, কারা শহিদ হল?
বাংলাদেশ, না শিলচর, কোথায় আরুণিরা?
আজও তো দূরে শুনছি এল অশ্বারোহী সেনা
একতারায় ও কোন সুর? শঙ্খধ্বনি কার?
অক্ষরের দিব্যি বলি, ভাঙব কাঁটাতার
বাংলাভাষা আমার দেশ, আমরা গেরিলার
যুদ্ধ জানি, আদর জানি, শহিদ প্রেমিকেরা
জানে কোথায় রয়েছে সেই অবাক আলোরেখা…

আমার কোনও ধর্ম নেই বাংলাভাষা ছাড়া
আমার কোনও মন্ত্র নেই বাংলাভাষা ছাড়া
আমার কোনও জন্ম নেই বাংলাভাষা ছাড়া
আমার কোনও মৃত্যু নেই বাংলাভাষা ছাড়া

 

 

.

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত